সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

সিটিজি ব্লাড ব্যাংক-এর ৬ বছরে পদার্পন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম ওমর ফারুক আজাদ
চট্টগ্রাম প্রতিনিধি

অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠনদের মধ্যে দেশের অন্যতম বড় সংগঠন সিটিজি ব্লাড ব্যাংকের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী গতকাল মঙ্গলবার নগরীর মুসলিম ইনস্টিটিউট হলে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় অনুষ্ঠিত হয়েছে।

আয়োজিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জালাল উদ্দিন। উদ্বোধক ছিলেন প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী।

প্রধান অতিথি বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল জালাল উদ্দিন তার বক্তব্যে, 'রক্তের প্রয়োজনে তরুণদের অগ্রণী ভুমিকা উল্লেখ করার পাশাপাশি মেডিকেলে রক্তের দালালদের নিয়ে রক্তের দাতাদের অভিযোগের ভিত্তিতে মেডিকেলের ব্লাড ব্যাংকসহ মেডিকেল এরিয়াতে সিসি ক্যামেরা প্রতিস্থাপন ,রক্তদাতাদের নিরাপদ রক্ত সঞ্চালনসহ সিটিজি ব্লাড ব্যাংককে সব সময় সহযোগীতার আশ্বাস দেন'।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, চট্টগ্রাম মেডিক্যাল কলেজের হেমাটোলজির বিভাগের অধ্যাপক ডা. শাহেদ আহমেদ চৌধুরী।

খায়রুল আলম বিশেষ অতিথির বক্তব্যে বলেন, "দেশে সাম্প্রদায়িক সমস্যা দেখা গেলেও রক্তদান এমন একটা সম্পর্ক যা দিয়ে সাম্প্রদায়িক সম্পৃতি বজায় রাখা সম্ভব। মানুষের মাঝে গভীর সম্পর্ক হচ্ছে রক্তের সম্পর্ক যা কখনো নিশ্চিহ্ন করার নয়, এটার জন্য অবদান রাখতে পারে তরুণরাই"। বিশেষ অতিথির বক্তব্যে ডা. শাহেদ আহমেদ চৌধুরী থ্যালাসেমিয়া প্রতিরোধের উপর জোর দেন।

এছাড়াও উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডার্স এসোসিয়েশন ও বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশনের পরিচালক খায়রুল আলম সুজন, চট্টগ্রাম ওমেন চেম্বারের পরিচালক মোসাম্মৎ রোজিনা আক্তার লিপি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজের সমাজসেবা অফিসার অভিজিত সাহা, রানার্স এসোসিয়েটস এর সভাপতি মঈনুল কাদের নাবিল। সভাপতিত্বে করেছেন সিটিজি ব্লাড ব্যাংকের এডমিন নিশি আক্তার প্রমুখ।

দেশের বিভিন্ন জেলা থেকে অনুষ্ঠানে শতাধিক রক্তদাতা ও সামাজিক সংগঠনের সাথে আনোয়ারা ব্লাড ব্যাংকের প্রতিনিধিগণ ও উপস্থিত ছিলেন। এই প্রতিষ্ঠাবার্ষিকীর গৃহীত কর্মসূচির মধ্যে ছিল র‌্যালি, আলেচনা সভা, রক্তনীড়-২ সংখ্যা উম্মোচন, তরুণ উদ্যোক্তা সম্মাননা, বেস্ট ডিসিপ্লিন এওয়ার্ড ও সাংস্কৃতিক অনুষ্ঠান।আরএম


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ