রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪ ।। ৭ আশ্বিন ১৪৩১ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ইসলামের দৃষ্টিভঙ্গি সন্দেহের বিরুদ্ধে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসবেন ড. ইউনূস আবারও সোনার দামে রেকর্ড ডেমরা যাত্রাবাড়ীর ৬০০ শিক্ষার্থীকে ট্রাফিক সম্মাননা প্রদান কিশোরগঞ্জ নিকলীর হিলচিয়া মাদরাসা থেকে ছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি হেফাজতে ইসলামের ঢাকা মহানগর কমিটি ঘোষণা উম্মাহর কল্যাণে মুসলমানদের ঐক্যের বিকল্প নেই: ধর্ম উপদেষ্টা পাঠ্যপুস্তক সংশোধন কমিটিতে আলেম অন্তর্ভুক্তির দাবি হেফাজতে ইসলামের সিংগাইরে হেফাজতে ইসলামের গণসমাবেশ ২৯ সেপ্টেম্বর আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা হলে ‘হাত ভেঙে’ দেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রোহিঙ্গা বিষয়ক মতবিনিময় ও সিরাত অনুষ্ঠান ২১ ডিসেম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ: ‘মানবতার নবী মুহাম্মদ সা. এবং রোহিঙ্গা  সংকটে বাংলাদেশ’ শীর্ষক সেমিনার করতে যাচ্ছে আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম।

আগামী ২১ ডিসেম্বর ২০১৭, বৃস্পতিবার বিকাল ৩টায় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এ সেমনিার অনুষ্ঠিত হবে।

সেমিনারে মাননীয় মন্ত্রী, সংসদ সদস্য, সচিব, উলামা মাশায়েখ, শিক্ষাবিদ, কূটনৈতিক ব্যক্তিবর্গ, লেখক, সম্পাদক, সাংবাদিক, মানবাধিকারকর্মী ও বিশিষ্ট আলেমগণ উপস্থিত থাকবেন।

অতিথিগণ নির্ধারিত বিষয়ে আলোচনায় অংশ নিবেন।

অনুষ্ঠানে কর্মসূচির মধ্যে রয়েছে, রোহিঙ্গা সঙ্কট, সঙ্কটে বাংলাদেশ বিষয় আলোচনা, ‘নবীজিকে চিঠি লেখা’ প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণী, সিরাতুন্নবী সা. কুইজের পুরস্কার বিতরণী, আওয়ার ইসলাম আয়োজিত ৩ মাসব্যাপী সাংবাদিকতা কোর্সে উত্তীর্ণদের সার্টিফিকেট প্রদান ও জেলা উপজেলা প্রতিনিধিদের আইডিকার্ড প্রদান।

দুটি অধিবেশনে অনুষ্ঠানটির আয়োজন করছে আওয়ার ইসলাম। ‘ইসলামী জনকল্যাণ সংস্থার’ সহায়তায় দেশে চলমান রোহিঙ্গা ইস্যু নিয়ে আলেমদের কাজ ও সঙ্কট সমাধানে জাতীয় পর্যায়ে বার্তা পৌঁছানোর লক্ষে সেমিনার। যাতে আলেম উলামা, শিক্ষাবিদ, কূটনৈতিক ব্যক্তিবর্গ ও লেখক সাংবাদিকগণ আলোচনা অংশ নিবেন।

দ্বিতীয় অধিবেশনে ‘নবীজিকে চিঠি লিখে জিতে নাও পুরস্কার’ এর সেরাদের পুরস্কার প্রদান করা হবে। এ আয়োজনের সহযোগিতায় রয়েছে, শাহীন শিক্ষা পরিবার, রকমারি ডটকম, মাকতাবাতুল ইসলাম, মাদানী কুতুবখানা ও মাদরসাতুল হিকমা।

এছাড়াও একই অধিবেশনে itv24usa ও আওয়ার ইসলামের উদ্যোগে ও মাকতাবাতুল আখতারের সহযোগিতায় মাসব্যাপী সিরাতুন্নবী সা. কুইজের বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হবে।

অনুষ্ঠানে সবাইকে স্ববান্ধব আমন্ত্রণ জানিয়েছেন আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম সম্পাদক হুমায়ুন আইয়ুব।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ