সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

মাহমুদুর রহমানের বিরুদ্ধে দুই জেলায় ১ হাজার কোটি টাকার মানহানি মামলা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ  বুধবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অশালীন মন্তব্য এবং দেশের স্বাধীনতাকে অস্বীকার করে বক্তব্য দেয়ায়  জয়পুরহাট ও হবিগঞ্জ জেলায় এ মামলাগুলো দায়ের করা হয়েছে।

বঙ্গবন্ধু ও বাংলাদেশ সম্পর্কে কটূক্তি করায় 'আমার দেশ' পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে আদালতে ৫০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম সোলায়মান আলী।

দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইকবাল বাহারের আদালতে তিনি এ মামলা দায়ের করলে মামলাটির বিষয়ে সদর থানাকে তদন্তের নির্দেশ দেন আদালত।

এদিকে হবিগঞ্জে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামাল আজাদ রাসেল বাদী হয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার নাতনি টিউলিপ সিদ্দিককে নিয়ে কটূক্তি করার অভিযোগ এনে মাহমুদুর রহমানের বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞতনামা আরও ৪/৫ জনকে আসামি করা হয়।

হবিগঞ্জ মামলার আইনজীবী নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু জানান, মামলা দায়েরের পর শুনানী শেষে বিচারক মামলাটি আমলে নিয়ে এফআইআর করে নিয়মিত মামলা রুজু করতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে,১ ডিসেম্বর ২০১৭ সালে জাতীয় প্রেস ক্লাবে‘বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল’নামে একটি ফোরামের অনুষ্ঠানে মাহমুদুর রহমান বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র নয়,ভূখণ্ড মাত্র এবং বাংলাদেশকে ভারতের কলোনি হিসেবে উল্লেখ করেন।

এইচজে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ