শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ ।। ৫ বৈশাখ ১৪৩২ ।। ২০ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
৫ বছর আগের এই দিনে কী হয়েছিল মাওলানা আনসারীর জানাজায়? হজযাত্রীর জন্য চালু হচ্ছে হজ ম্যানেজমেন্ট সেন্টার, থাকবে অ্যাপ কুয়েট শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নিন- ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ  আইন করে ভারতে মুসলিমদের অধিকার হরণ করা যাবে না: জমিয়ত করাচি-চট্টগ্রাম রুটে নৌযান চলাচলকে স্বাগত জানিয়েছে দুই পক্ষ: পাকিস্তান ২৬ এপ্রিল জমিয়তের কাউন্সিল, প্রাধান্য পেতে পারে তরুণ নেতৃত্ব কওমি সনদ বাস্তবায়ন  করা শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব: ধর্ম উপদেষ্টা কোরআন-সুন্নাহর ভিত্তিতেই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব: জামায়াত সেক্রেটারি গাজায় গণহত্যা ও ভারতে ওয়াকফ বিলের বিরুদ্ধে জমিয়তের বিক্ষোভ ইয়েমেনে মার্কিন হামলায় নিহত অন্তত ৩৮

বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন শাখার প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বাংলাদেশ খেলাফত মজলিসের ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে লন্ডন মহানগর শাখার উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশ ১০ ডিসেম্বর রবিবার রাতে পূর্ব লন্ডনের একটি হলে অনুষ্ঠিত হয়।

লন্ডন শাখার সভাপতি মাওলানা মুসলেহ উদ্দীন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আজিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক মাওলানা ফয়েজ আহমদ, বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য শাখার সহ সভাপতি আলহাজ্ব মাওলানা আতাউর রহমান, মাওলানা মুহাম্মদ শাহনুর মিয়া, সহ-সাধারন সম্পাদক মুফতী ছালেহ আহমদ, মাওলানা নাজিম উদ্দীন।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, জেরুসালেমে মুসলমানদের প্রথম কেবলা বায়তুল মোকাদ্দাস অবস্থিত। অসংখ্য নবী ও রাসুলদের স্মৃতি বিজড়িত মুসলিমদের পবিত্র ও ঐতিহাসিক স্থান। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জেরুসালেমকে ইসর্লেইর রাজধানীর স্বীকৃতি দিয়ে সারা বিশ্বের মুসলিমদের হৃদয়ে আঘাত দিয়েছে।

সমাবেশে ট্রাম্পের তীব্র সমালোচনা করে নেতাকর্মীরা বলেন,  এ ঘোষণা বিশ্ব ব্যাপী মুসলমানদের বিরুদ্ধে পরিচালিত ইহুদিদের ষড়যন্ত্রের এক নতুন অংশ ।আর ট্রাম্প তাদের চর হয়ে এ কাজ করছেন।জেরুসালেমকে ইসরাইলের রাজধানীর ঘোষণা কখনো মেনে নেয়া যায় না। অবিলম্বে এ স্বীকৃতি বাতিল করতে হবে।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, লন্ডন মহানগরীর সহ সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ,মাওলানা আরমান আলী,বায়তুলমাল সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ আলী,টাওয়ার হ্যামলেটস শাখার সহ সভাপতি আলহাজ্ব সৈয়দ আরজুল ইসলাম প্রমূখ ।

সমাবেশ থেকে  জেরুসালেমকে ইসরা্লইর রাজধানী ঘোষণা বাতিলের দাবিতে আগামী শুক্রবার দেশব্যাপী বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচি সফল করতে সকলের প্রতি আহ্বান জানান বক্তারা। আরএম


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ