আওয়ার ইসলাম: রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত রোহিঙ্গাদের সেবায় নিয়োজিত ইসলামী ঐক্যজোটের সহকারী মহাসচিব মাওলানা গাজী ইয়াকুব’কে উন্নত চিকিৎসার জন্য আগামীকাল ঢাকায় আনা হচ্ছে।
রোহিঙ্গা ক্যাম্পে অবস্থানরত ইসলামী আন্দোলন বাংলাদেশের ত্রাণ কমিটির সমন্বয়ক মুফতি দেলোয়ার হোসাইন সাকী আওয়ার ইসলামকে জানান, গাজী ইয়াকুবের শারীরিক অবস্থা মোটামোটি উন্নতির দিকে। আপাতত তিনি শঙ্কামুক্ত।
এরপররও ডাক্তারদের পরামর্শে শরীরে ভাঙ্গা কাচের টুকরো বা কোনো অংশ থেকে যাওয়ার আশঙ্কায় সিটি স্ক্যান করে তা দেখার জন্য আগামীকাল তাকে ঢাকায় পাঠানো হবে।
তিনি আরো জানান, স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তিনি এখন টেকনাফে সাতরাং মাদরাসায় বিশ্রামে আছেন।
উল্লেখ্য, সোমবার সকালে সেন্টমার্টিন থেকে বাসে টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার পথে উখিয়ায় সড়ক দুর্ঘটনার শিকার হন তিনি। সামনে থেকে আসা দ্রুতগামী একটি বাস ধাক্কা দিলে গাড়িতে থাকা অনেকেই আহত হন। গাড়ির গ্লাস ভেঙে গাজী ইয়াকুবের শরীরের বিভিন্ন অংশে কাচের টুকরো ঢুকে যায়।
এসএস/