সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

গাজীপুরে মুফতী আমিনী রহ.-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আল্লামা মুফতী ফজলুল হক আমিনী রহ.-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভায় বক্তারা বলেছেন, মুফতী আমিনী শুধু একটি নামই নয়, একটি আন্দোলন, একটি ইতিহাস। দেশপ্রেমিক ঈমানদার তৌহিদী জনতার কল্যাণকামী একজন মহান নেতা। তাঁর মতো বলিষ্ঠ নেতার শূন্যতা সহজে পূরণ হবে না।

আজ সোমবার সকাল ১০টায় ইসলামী ঐক্যজোট গাজীপুর জেলার উদ্যোগে স্থানীয় ভাউয়াল কনভেনশন সেন্টারে আল্লামা মুফতী ফজলুল হক আমিনী রহ.-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

গাজীপুর জেলা ইসলামী ঐক্যজোটের সভাপতি মাওলানা লেহাজ উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে ও ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব মাওলানা ফজলুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতী ফয়জুল্লাহ।

সভায় বক্তারা জেরুসালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা দেওয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে বলেন, ট্রাম্প আগুন নিয়ে খেলা করছেন। ফিলিস্তিনের অবিচ্ছেদ্য অংশ জেরুজালেম শহরকে ইসরাঈলের রাজধানী ঘোষনা বিশ্বের মুসলমানরা কোনদিন মেনে নেবে না। অবিলম্বে এই ঘোষনা প্রত্যাহার করতে হবে, নতুবা মুসলিম বিশ্ব যক্তরাষ্ট্রকে বয়কট করবে।

সভায় প্রধান আলোচক ছিলেন, মসজিদে আকবর কমপ্লেক্স, মিরপুর, ঢাকার মহা-পরিচালক মুফতী দিলাওয়ার হোসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী, যুগ্ম মহাসচিব মাওলানা আবুল কাশেম, যুগ্ম মহাসচিব মাওলানা শেখ লোকমান হোসাইন, সাংগঠনিক সচিব মুফতী শাখাওয়াত হোসাইন রাজী, সহকারী মহাসচিব মাওলানা আলতাফ হোসাইন, মাওলানা আশেকে মোস্তফা, মাওলানা মাসুদুল করীম, মুফতী নাসির উদ্দিন খান, মুফতী নুরুল ইসলাম প্রমুখ।

সভায় আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব মাওলানা ফজলুর রহমানকে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা দেয়া হয়। আরএম


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ