সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

ছেলেকে হত্যার পর বাবার আত্মহত্যা চেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় প্রতিবন্ধী ছেলে রিয়াদ হোসেনকে (৫) গলাকেটে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেছেন বাবা হাবিবুর রহমান (৪২)। এ ঘটনায় আহত হাবিবুর রহমানকে গুরুতর অবস্থায় ঢাকা পাঠানো হয়েছে। খবর বিডি প্রতিদিন।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আবুল খায়ের জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বাকতা ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের কৃষক হাবিবুর রহমান তার প্রতিবন্ধী ছেলেকে গলাকেটে হত্যা করে। ছেলে হত্যার পর হাবিবুর নিজেও আত্মহত্যার চেষ্টা চালায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পুলিশকে খবর দেয়।

পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। আর বাবা হাবিবুর রহমানকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর পাঠানো হয়।

ওসি আরও জানান, কয়েকদিন আগে কৃষক হাবিবুর রহমান ও তার স্ত্রী লাকী আক্তার মধ্যে বাগবিতাণ্ডা হলে লাকী আক্তার তার বাবার বাড়ি চলে যায় ছেলে রেখে। সন্তান পালনে সমস্যা হওয়ায় এমনটি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এসএস/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ