আওয়ার ইসলাম: আরাকানের পোক্ত শহরতলীর খিন্যিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে অগ্নি দূর্ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার সকালে অগ্নিকান্ডে রোহিঙ্গাদের প্রায় ২০টি আশ্রয়স্থল পুড়ে ছাই হয়ে যায়।
সূত্র জানিয়েছে, সকালে আচমকা আগুনের লেলিহান শিখা দেখে ক্যাম্পের বাসিন্দারা ঘর থেকে বের হয়ে আসে। ঘরগুলো পাশাপাশি হওয়ায় একটার পর একটাতে আগুন ধরে যায়। ক্যাম্পের বাসিন্দারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
আগুনে প্রায় ২০টি ছাউনি একেবারে ভষ্মিভূত হয়। কোথা থেকে আগুনের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি। ক্ষতিগ্রস্থ রোহিঙ্গারা খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে।
সূত্র আরো জানিয়েছে, ২০১২ সালে বার্মিজ বাহিনীর সহিংসতার পর রোহিঙ্গাদের নিজেদের ভিটেমাটি থেকে উচ্ছেদ করে ক্যাম্পবন্দি করে রাখে। খিন্যিপ্রাং ক্যাম্পটিও এমন একটি রোহিঙ্গা ক্যাম্প। এ ক্যাম্পটিতে প্রায় ৫’শ পরিবার বাস করে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের দেখতে এবং সহযোগিতা করতে কোন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এগিয়ে আসেনি ।
সূত্র: আরাকান টিভি