সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

সিলেটে মশা থেকে বাঁচতে মশারি সমাবেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : শাহজারাল রহ. ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে গতকাল রোববার  সিলেটের কোর্ট পয়েন্টে মশা মুক্ত পরিবেশ গড়ার লক্ষ্যে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রিন্সিপাল মাওলানা জাহিদ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও মহাসচিব হাফিজ মাওলানা এখলাছুর রহমানের উপস্থাপনায় সমাবেশে সভাপতির বক্তব্যে প্রিন্সিপাল মাওলানা জাহিদ উদ্দিন চৌধুরী বলেন, সিলেটের জনগণ মশার যন্ত্রণায় অতিষ্ঠ।

মাওলানা জাহিদ উদ্দিন বলেন,  আসন্ন এসএসসি পরীক্ষায় পরীক্ষার্থীদের লেখাপড়ার পরিবেশ বিনষ্ট হবে। অতিরিক্ত মশা বৃদ্ধির কারণে আজ আমরা মশা নিধনের দাবীতে মশারী সমাবেশ করতে বাধ্য হয়েছি।

তিনি পরিবেশ অধিদপ্তরের কাছে দাবি জানিয়ে বলেন,  আমাদের দাবী হচ্ছে জরুরী ভিত্তিতে পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় সরকারের পক্ষ থেকে মশা তৈরীর উৎস বন্ধ ও মশা নিধনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে এবং মশার ঔষধ প্রয়োগ করার উদ্যোগ নেয়ার জন্য জোর দাবি জানান।

তিনি শ্রোতাদের উদ্দেশ্য করে বলেন,  আপনারাসর্বক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতা গড়ার জন্য গণ সচেতনতা তৈরী করা ও বাসা বাড়ীর আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য অন্যদের আহবান জানান।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের যুগ্ম মহাসচিব মাওলানা আরিফুল হক ইদ্রিস, ফাউন্ডেশনের অন্যতম নেতা মাওলানা মুতাছিম বিল্লাহ জালালী, যুগ্ম হাফিজ আক্তার হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা সামছুল ইসলাম, অফিস সম্পাদক মাওলানা ফয়জুর রহমান, মহানগর সহ-সভাপতি মাওলানা আব্দুল গফুর, ক্বারী ফখরুল ইসলাম, মহানগর সিনিয়র সহ-সভাপতি ক্বারী মাওলানা আনোয়ারুল হক, সহ-সেক্রেটারী হাফিজ মাহমুদুল হাসান, মাওলানা সোলাইমান আহমদ, হাফিজ মাওলানা আতিকুর রহমান, মাস্টার আলী আহমদ, প্রচার সম্পাদক ওমর ফারুক, হাফিজ খালেদ আহমদ, মাওলানা ময়নুল ইসলাম প্রমুখ। আরএম


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ