সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

সমন্বয়হীন অপরিকল্পিত খোঁড়াখুড়ি জনভোগান্তির কারণ: ফজলে বারী মাসউদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশ’র ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেছেন, নগর উন্নয়নের নামে সমন্বয়হীন অপরিকল্পিত খোঁড়াখুড়ি ও রাস্তার উপর বড় বড় ড্রেনেজের পাইপ রাখার কারণে রাজধানীতে চলাচলকারী জনগণের ভোগান্তিতে পড়তে হচ্ছে।

বাধাপ্রাপ্ত হচ্ছে সব ধরণের যানবাহন। সৃষ্টি হচ্ছে ভয়াবহ যানজট। নগরবাসীর কাছে এ যানজট এখন সীমাহীন দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ঘণ্টার পর ঘন্টা চলে যায় কর্মহীন বেকারভাবে। এতে সামগ্রিক অর্থনীতি মারাত্মক ক্ষতির সম্মখীন হচ্ছে। তার সাথে সাথে ধূলোবালিতে রোগ-ব্যাধিতে আক্রান্ত হচ্ছে নারী-শিশু সবাই। জনস্বাস্থ্য দিন দিন ঝুঁকির দিকে পতিত হচ্ছে।

পথচারীদের জন্য ফুটপাত নির্মাণ করা হলেও তা দখল করে দোকানপাট, গ্যারেজ, রেস্টুরেন্ট গড়ে তোলা হয়েছে সিটিকর্পোরেশনের এক শ্রেণীর অসাধু কর্মকর্তাদের যোগসাযোশে। আইন-শৃংখলা রাক্ষাকারী পুলিশ তাদের থেকে নিয়মিত চাঁদা নেয়। লোক দেখানো উচ্ছেদ অভিযান করলেও এর কোন স্থায়ী সমাধান করা হয়না।

অবৈধ দখলে অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে রাস্তা, পার্ক, খেলার মাঠ ও ওয়াক ওয়েসহ বেদখল করে সাধারণ মানুষের সমস্যা তৈরী করা হয়। মেয়র আনিসুল হকের অসুস্থ্যতার সময় প্যানেল মেয়র দেয়া হলেও আজ পর্যন্ত প্যানেল মেয়রের দৃশ্যমান কোন কার্যক্রম পরিলক্ষিত হয়নি। যা নগরবাসীর জন্য অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়।

নিয়মিত চলমান কাজগুলোকে তদারকি না করে লুটপাট ও ভাগবাটোয়ারায় ব্যস্ত সিটি কর্পোরেশনের কর্মকর্তরা।

গতকাল বিকালে পল্টনস্থ নগর কার্যালয়ে আগামী ৮ ডিসেম্বর বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে ‘দ্রব্য মূল্যের উর্ধগতি রোধ, গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির পায়তারার’ প্রতিবাদে আহুত বিক্ষোভ মিছিল সফল করার জন্য প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

তিনি আরো বলেন, জনদুর্ভোগ ও যানজট সৃষ্টিকারী নগর উন্নয়ন নিদৃষ্ট সময় সীমা ও নির্ধারিত বাজেটের মধ্যে দ্রুত শেষ করতে হবে। তা না হলে বাজেট ক্রস করলে তার খেসারাত দিতে হবে নগরবাসীকেই। অপ্রতিরোদ্ধ দুর্নীতি, দুঃশাসন, কালোবাজারী, মজুতদারী ও মধ্যসত্বভোগীদের বেপরোয়া স্বভাবের কারণে আজকে সরকারের প্রতি দেশবাসীর আস্থা তলানিতে ঠেকেছে।

বাজারের উপর সরকারের কোন নিয়ন্ত্রণ নেই অভিযোগ করে তিনি বলেন, দ্রব্য-মূল্যের উর্ধ্বগতির লাগাম টেনে ধরতে চরমভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে। নিত্য ব্যবহার্য পণ্যের আকাশচুম্বি মূল্যে খেটে খাওয়া মানুষের নাভিশ্বাস উঠেছে। বিদ্যুৎ ও গ্যাসের সরবরাহ নিশ্চিত না করে দফায় দফায় বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধির পায়তারা বন্ধ করতে হবে।

তিনি আরো বলেন, এ সরকারের আমলে বিদ্যুতের দাম বেড়েছে আটবার। যা অতীতের সকল রেকর্ডকে অতিক্রম করেছে। সরকারকে তিনি জনবান্ধব নয় সিদ্ধান্ত থেকে ফিরে আসার আহবান জানান।

এসএস/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ