আওয়ার ইসলাম: মিয়ানমারে চলমান বিপর্যয় মুসলিম বিশ্বের অনৈক্যের কারণেই হয়েছে বলে মন্তব্য করেছেন মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আব্বাস সোমান।
স্থানীয় সময় রোববার নিউইয়র্কের একটি হোটেলে আয়োজিত “আমেরিকার সঙ্গে মুসলিম বিশ্বের সাংস্কৃতিক সম্পর্ক” শীর্ষক এক সেমিনারে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বর্তমানে বিশ্বের যেখানেই জঙ্গিবাদ, সংঘাত সেখানেই মুসলিমদের নাম আসে। এর কারণ খুঁজে বের করতে হবে।
আব্বাস সোমান বলেন, মিয়ানমারে আসলে কী হচ্ছে তা চিহ্নিত করতে হবে। লক্ষ লক্ষ মুসলমানকে কেন বস্তুচ্যুত করা হচ্ছে, নারীদের ধর্ষণ, বাড়ি ঘর লুন্ঠন করা হচ্ছে তা বিশ্ববাসীর সামনে তুলে ধরতে হবে। এর জন্য প্রয়োজন মুসলিম বিশ্বের ঐক্য।
মিশরের প্রখ্যাত এই শিক্ষাবিদ বলেন, যে দেশের শীর্ষ নেত্রী শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন সে দেশের লক্ষ লক্ষ মানুষ আজ অশান্তির চরম সীমায় উপনিত। সেখানে আজ মানবিকতার চরম বিপর্যয় দেখা দিয়েছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য তিনি মুসলিম বিশ্বের প্রতি ঐক্যবদ্ধ পদক্ষেপের জোর দেন।
উল্লেখ্য, আমেরিকার নিউইয়র্কে আয়োজিত এই সেমিনারে ৫০টি মুসলিম দেশের প্রভাবশালী প্রতিনিধি অংশ নেন। টেলিগ্রাফ অবলম্বনে শাহনূর শাহীন।
এসএস/