সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

কুমিল্লায় অশ্লীল সিডিসহ আটককৃতদের পরিচয় জানিয়েছে র‌্যাব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল হান্নান চৌধুরী, কুমিল্লা চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ কুমিল্লায় বিপুল পরিমান পাইরেটেড ও অশ্লীল অডিও-ভিডিও সিডি তৈরীর সরঞ্জামাদিসহ পর্ণোগ্রাফি পাইরেসি চক্রের ১৯ জন সদস্যকে আটক করেছে র‌্যাব। বুধবার সকাল ১১ টায় এক সংবাদ সম্মেলনে র‌্যাবের পক্ষ থেকে আটককৃতদের পরিচয় প্রকাশসহ বিস্তারিত জানানো হয়।

মঙ্গলবার রাত ৮ টা থেকে দেড় ঘন্টার অভিযান পরিচালনা করে কুমিল্লা টাউন হল সুপার মার্কেট থেকে আটক করা হয়। আটককৃতরা হলেন, মো: সুমন, মো: মহিউদ্দিন সোহাগ, সুজন চন্দ্র দাস, নয়ন দত্ত, মো: তারেক, মো: কামরুল ইসলাম, মো: সাইফুল ইসলাম মিশু, জনি সাহা, আব্দুর রহিম, মো: রোমান, অজিত কুমার দে, শ্যামল চন্দ্র কর্মকার, সূর্য চক্রবর্তী, মো: রাফাত, মো: খোকন মাহমুদ, সৌরভ দাস, মোহাম্মদ আলী রিয়াদ, মাহমুদ হাসান ও অর্জুণ দেবনাথ।

[caption id="" align="alignnone" width="604"] উদ্ধারকৃত অশ্লীল সিডি[/caption]

বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা র‌্যাব ১১ সিপিসি কমান্ডার মেজর আরিফুর রহমান জানান, অশ্লীলতা ও পাইরেসি বিরুদ্ধে চলমান অভিযানের ধারাবাহিকতায় টাস্কফোর্স এর এমআর আলম চৌধুরী নেতৃত্বে ফোর্সসহ অভিযান পরিচালনা করে পর্ণোগ্রাফি ও পাইরেসী চক্রের ১৯ সদস্যকে আটক করা হয়েছে।

তিনি জানান, যুব সমাজকে পাইরেসির হাত থেকে উদ্ধারের নিমিত্তে আমরা এন্টি পাইরেসির এ অভিযান পরিচালনা করি। ১৯ জনকে প্রমাণ সাপেক্ষে আটক করা হয়। এদের মধ্যে কয়েকজন পর্ণো ছবি সরবরাহের কাজেও জড়িত ছিলেন। এসব কাজে ব্যবহৃত পিসিও জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

এসময় তাদের থেকে ২০ টি মনিটর, ২০টি সিপিইউ , ১টি ল্যাপটপ ও হার্ডডিস্ক, ৬ টি ক্যাবল এবং ২ হাজার ৪ শ ৯৫টি পাইরেটেড সিডি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহনের প্রস্ততি চলছে।

এসএস/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ