আওয়ার ইসলাম: গোপালগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ জামে মসজিদের ইমামের পদ প্রথম শ্রেণিতে উন্নীতকরণের প্রস্তাব অনুমতি পেয়েছে। এখন থেকে প্রথম শ্রেণির বেতন পাবেন এখানে চাকরিরত ইমামগণ।
মঙ্গলবার অনুষ্ঠিত সচিব কমিটির বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গৃহায়ন ও গণপূর্ত সচিব শহীদ উল্লা খন্দকার।
বৈঠকের পর তিনি গণমাধ্যমকে বলেন, ‘সচিব কমিটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ জামে মসজিদের ইমামের পদ ১৪তম গ্রেড থেকে ১০ গ্রেডে (প্রথম শ্রেণি) উন্নীতকরণের প্রস্তাব অনুমোদন দিয়েছে।
২০১৪ সালের মার্চে টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর সমাধিসৌধ জামে মসজিদের ইমামের পদটি তৃতীয় শ্রেণি থেকে প্রথম শ্রেণিতে উন্নীত করার প্রস্তাব করা হয়েছিল।
এ কেমন মুসল্লি? অশ্লীল নাচ-গানের বিরুদ্ধে খুৎবা দেয়ায় ইমামকে মারধর