সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

রসিক নির্বাচনে ১৯৩ ভোট কেন্দ্রের মধ্যে ১২৮টিই ঝুকিপূর্ণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আসন্ন রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে ১৯৩ ভোট কেন্দ্রের মধ্যে ১২৮টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তা নেওয়া হবে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার সুভাষ চন্দ্র সরকার।

ঝুঁকিপূর্ণ কয়েকটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হলেও এখনো নির্বাচন কমিশনের কোনো নির্দেশনা জারি হয়নি। রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার সুভাষ চন্দ্র সরকার জানিয়েছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে সব ধরনের উদ্যোগই নেওয়া হবে।

গত ২৩ নভেম্বর নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম রংপুরে নির্বাচন সংক্রান্ত কর্মকর্তাদের দিকনির্দেশনামূলক সভায় রসিক নির্বাচনে পরীক্ষামূলকভাবে একটি কেন্দ্রে ডিজিটাল ভোটিং মেশিন (ডিভিএম) ব্যবহার এবং একটি কেন্দ্রকে সিসি ক্যামেরা স্থাপনের কথা সাংবাদিকদের জানিয়েছিলেন।

এদিকে গতকাল প্রার্থিতা প্রত্যাহারের শেষদিনে মেয়র পদে কেউ মনোনয়ন প্রত্যাহার করেননি। ফলে প্রাথমিক বাছাইয়ে মনোনীত সাতজন প্রার্থীই নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন। আওয়ামী লীগের সরফুদ্দীন আহমেদ ঝন্টু, বিএনপির কাওসার জামান বাবলাসহ অন্য পাঁচ প্রার্থী হলেন, জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা, ইসলামী আন্দোলন বাংলাদেশের এ টি এম গোলাম মোস্তফা বাবু, বাসদের আবদুল কুদ্দুস, ন্যাশনাল পিপলস পার্টির সেলিম আখতার ও স্বতন্ত্র প্রার্থী জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব হোসেন মকবুল শাহরিয়ার আসিফ। গত নির্বাচনে মেয়র পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

এসএস/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ