আওয়ার ইসলাম: পবিত্র মক্কা থেকে আগত আওলাদে রাসুল সা. শায়খ নাসির বিল্লাহ মক্কী বলেছেন, মুসলিম বিশ্বকে এক কালিমার ভিত্তিতে ঐক্যবদ্ধ হতে হবে৷ এ ছাড়া ব্যবসা, অর্থ বিত্ত, রাজনিতী মুসলিম বিশ্বকে এক করতে পারবে না৷ তাই মুসলমানদের কুরআনের বাণী অনুসরণ করতে হবে৷
আজ ৩ ডিসেম্বর বাদ আসর সাভার জাতীয় অন্ধ সংস্থা মসজিদ প্রাঙ্গনে সাভার উপজেলা উলামা পরিষদের পৌরসভার ৭নং ওয়ার্ড আয়োজিত ইসালাহী মাহফিলে তিনি এ কথা বলেন।
তিনি সুরা আসরের তাফসীর করে বলেন, এখানে মহান আল্লাহ যে চারটি আমলের কথা বলেছেন এটা অনুসরণ না করলে শুধু কাফিররা নয় মুসলমানরাও ক্ষতিগ্রস্থ হবে৷ তাই সুরা আসরের আলোকে মুসলমানদেরকে সংগঠিত হতে হবে৷
তিনি বলেন, রাসুল সা. এর বংশধর ও আরবদের প্রতি আপনাদের ভালবাসা আমাকে বিমুগ্ধ করেছে৷ আপ্লুত করেছে৷ এই ভালবাসাই প্রমাণ বহন করে যে বাংলার মানুষের ঈমান অটুট আছে৷
সাভার উপজেলা উলামা পরিষদের আহবায়ক পীরে কামেল আল্লামা ইউসুফ সাদিক হক্কানির সভাপতিত্বে ও মাওলানা সাদিকুর রহমানের সঞ্চালনায় আল্লামা শায়খ নাসির বিল্লাহ মক্কীর শানে মান পত্র পাঠ করেন পরিষদের ৭নং ওয়ার্ড সভাপতি মুফতি মাহফুজ হায়দার কাসেমী৷
উপস্থিত ছিলেন সদস্য সচিব মাওলানা আলী আযম, মুফতি সুলতান মাহমুদ, মুফতি আলী আকরাম, মুফতি কাওসার হুসাইন, মুফতি আ. আজীজসহ পরিষদ নেতৃবৃন্দ৷
মাহফিল স্থলে পৌঁছলে শায়েখকে লাল গালিচা সংবর্ধনা প্রদান করা হয় ও ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়৷