আওয়ার ইসলাম: কিশোরগঞ্জের ভৈরবে ইসলামী ব্যাংক বাংলাদেশ লি: ভৈরব বাজার শাখার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্প ব্যাংক ভবন মিলনায়তনে ওই ক্যাম্পের আয়োজন করে।
আজ শনিবার সকাল ১১টার দিকে ভৈরব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জালাল উদ্দিন প্রধান অতিথি হিসেবে ওই ক্যাম্পের উদ্বোধন করেন।
সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে এ সেবা কার্যক্রম। এতে নারী স্বাস্থ্যকে প্রাধান্য দেওয়া হয়। এছাড়াও শিশু এবং পুরুষ রোগীদের প্রয়োজনীয় প্যাথলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষা শেষে পরামর্শসহ ব্যবস্থাপত্র দেওয়া হয়।
এর আগে সকালে শাখা ব্যবস্থাপক মো: মোসলেহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভৈরব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: জালাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সাজেদা আলাল জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা: মো: নজরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: মো: নবী হোসেন, শিমূলকান্দি ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ ডা: ফাহিমা আক্তার হানি।
ইসলামী ব্যাংক বাংলাদেশ লি: পল্লী উন্নয়ন প্রকল্পের প্রকল্প কর্মকর্তা মো: সানাউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত ওই আলোচনা সভায় বক্তারা পারিবারিক স্বাস্থ্য সচেতনতা, নারী স্বাস্থ্য, জনসংখ্যা প্রতিরোধ, বিভিন্ন রোগ প্রতিরোধে জনসচেতনতা তৈরি ইত্যাদি বিষয়ে আলোচনা করেন।