সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

ফরিদপুরে আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ৩৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফরিদপুরের নগরকান্দায় আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষ ৩৭ জন আহত হয়েছেন। এর মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। তাদের নগরকান্দা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সদস্য মিজানুর রহমান সিকদারের ভাই ইমদাদ সিকদারকে পেটানোকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত।

নগরকান্দা থানার ওসি এএফএম নাসিমের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় বিকেল পর্যন্ত কেউ গ্রেফতার ও মামলা দায়ের হয়নি।

স্থানীয়রা জানান, জমির সীমানা নিয়ে নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের ঝাটুরদিয়া গ্রামের হাজি মোহাম্মদ আলী সিকদারদের সঙ্গে গোলাপ খাঁনদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এরই জের ধরে শুক্রবার সন্ধ্যায় ঝাটুরদিয়া বাজারে হাজি মোহাম্মদ আলী সিকদারের ছেলে ও আওয়ামী লীগ নেতা মিজান সিকদারের ভাই ইমদাদ সিকদারকে পিটিয়ে মারাত্মকভাবে আহত করে। হামলায় আওয়ামী লীগের কর্মী গোলাপ খাঁন, আমানত খাঁন, ছিরু খাঁন, আজিজুল খাঁন, মনি খাঁন ও রাসেল খানসহ ১০-১২ জন ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছে।

পরে ইমদাদ সিকদারকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকালে উভয়পক্ষ ঝাটুরদিয়া বাজার এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে।

নগরকান্দা থানার ওসি এএফএম নাসিম বলেন, পরিস্থিতি এখন শান্ত ও পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ