সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

নৈতিকতা শিক্ষায় সন্তানদের ফজরের জামাতে নিয়ে আসুন: নানক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুনায়েদ শোয়েব: নৈতিকতা শিক্ষা দিতে সন্তানদেরকে ফজরের জামাতে নিয়ে আসতে সব বাবাদের প্রতি আহবান জানিয়েছেন ঢাকা ১৩ আসনের এমপি ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গির কবির নানক।

আজ শনিবার আগারগাঁও কেন্দ্রিয় জামে মসজিদের ২দিন ব্যপি সিরাতুন্নবি মাহফিলের শেষ দিনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।

তিনি বলেন . 'আমার বাবা আমাদের সবাইকে নামাজের সময় ডেকে নিয়ে আসতেন। কুরআন শিক্ষা দিতেন! ফলে আমরা নৈতিকতার উদার শিক্ষা পেয়েছি। আপনারাও আপনাদের সন্তানদের নৈতিকতা শিক্ষা দিতে,মাদক থেকে দুরে রাখতে হলে নামাজে নিয়ে আসুন।

তিনি বলেন, সন্তানদের মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে নামাজের বিকল্প নেই। এ সময় তিনি নিজের একমাত্র সন্তানের মৃত্যুর স্মরণে আবেগাপ্লুত হয়ে পড়েন।

বিশেষ অতিথর বক্তব্যে তিনি আরো বলেন, দেশ নিয়ে এক গভীর ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র জঙ্গি নামে প্রকাশ পাচ্ছে। এই ষড়যন্ত্র সম্পর্কে আমাদের সোচ্চার থাকতে হবে। এ সময় মসজিদের পেশ ইমাম সাইদ আহমেদ, ২৮নং ওয়ার্ড কাউন্সিলর ফখরুল ইসলাম ,স্থানীয় আওয়ামিলীগ নেতা ও মসজিদ কমিটির সেক্রেটারি মোজাহিদুল ইসলাম, সভাপতি আলহাজ্ব নুরুল আমীন, প্রমুখ উপস্থিত ছিলেন।

সীরাতুন্নবী সা. মাহফিলে গতকাল প্রথম দিন প্রধান অতিথির আলোচনায় মাওলানা মহিউদ্দীন রুমী বলেন, রাসুল সা. এর আদর্শে আদর্শবান হতে হলে বেশি বেশী দুরুদ পরতে হবে । আর যে দুরুদ সবচেয়ে বেশী উত্তম সেই সেই দুরুদই পড়া উচিত। তিনি যুবকদের উদ্দেশ্যে বলেন জঙ্গিমুক্ত শান্তিময় বাংলাদেশ গড়তে হলে যুবকদেরই অবদান রাখতে হবে। আর এটা সম্ভব সহিভাবে দীন শিক্ষা করে এর উপর চলার মাধ্যমে। এছাড়াও তিনি যুবকদেরকে দাড়ি রাখার প্রতি উদ্ভুদ্ধ করেন।

দুইদিন ব্যাপী এ মাহফিলের শেষ দিনে আজ বয়ান করছেন ড.কফিলুদ্দিন সরকার . মাওলানা হেদায়াতুল্লাহ , ও মাওলানা ইউসুফ সাদেক। উল্লেখ্য উক্ত মসজিদ থেকে বিতর্কিত বেদয়াতী কার্যক্রম কমে আসায় মুসুল্লীগন সন্তুষ্টি প্রকাশ করছেন।

এসএস/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ