সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

খুলনায় ইসলামী আন্দোলনের নেতার দোকান পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শেখ মোঃ নাসির
খুলনা

ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার রুপসা উপজেলার ২নং আইচগাতী ইউনিয়নের প্রচার সম্পাদক মুহাম্মদ ইমাম হোসেনের দোকান আগুনে পুড়িয়ে দিয়েছে দৃর্বৃত্তরা।

শুক্রবার দিবাগত রাত ( ২ ডিসেম্বর ) আনুমানিক তিনটায় থেকে সাড়ে তিনটার দিকে কে বা কারা দোকানটিতে আগুন ধরিয়ে দেয়। এতে দোকানটি পুরোপুরি ধংস হয়ে যায়।

ইমাম হোসেন জানান, কাচারীঘাট সংলগ্ন তার একটি হোটেল রয়েছে যেখানে প্রতিদিন পরটা, পুরী এবং সিঙ্গারা বেচাকেনা করেন। প্রতিদিনের মতো শুক্রবার রাতে বেচাকেনা শেষে বাসায় চলে যান। আজ সকালে লোকজনের কাছে খবর পেয়ে বাজারে গিয়ে দেখেন আগুনে পুরে ছাই হয়ে গেছে গেছে তার দোকান।

এ ঘটনা কে বা কারা করেছে এ বিষয়ে বাজারে নৈশপ্রহরী কিছু জানেন না বলে জানান।

এলাকার বাসিন্দা মিল্কী দেয়াড়া মসজিদের সভাপতি শেখ মোঃ আফজাল হোসেন জানান, ইমাম হোসেনের মতো একজন ভদ্র, শান্ত ছেলে এলাকায় কম। ওর কোনো শত্রু আছে কিনা আমার জানা নেই।

তিনি বলেন, দোকান পোড়ানোর পেছনে দুটি কারণ হতে পারে, সেটা হলো ওর দোকানে সবচেয়ে বেচাকেনা ভালো আর সব নামাজি লোক ওই দোকানে নাস্তা করে।

ক্ষতিগ্রস্থ ইমাম হোসেন রুপসা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। এই ঘটনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ, শ্রমিক আন্দোলন, যুব আন্দোলন ও ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ