আওয়ার ইসলাম: ময়মনসিংহের গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে পেট্রলবোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনার পর উপজেলা সদরে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে যুবলীগের দ্বি-বার্ষিক কাউন্সিল ঘিরে উত্তেজনার মধ্যে এ হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মর্জিনা আক্তার জানান, বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে উপজেলা সদরের বঙ্গবন্ধু চত্বরে যুবলীগের সম্মেলন হওয়ার কথা ছিল। পরে সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মর্জিনা আক্তারের বাসভবনে পেট্রল বোমা হামলা চালায় দুর্বৃত্তরা। এছাড়াও শহরে বেশ কয়েকটি স্থানে ককটেল হামলা চালানো হয়। রাতে সম্মেলনের একটি প্যানা ও পর্দায় অগ্নি সংযোগ করা হয়েছে।
স্থানীয়রা জানান, উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগের বর্তমান সভাপতি নিজেও একজন সভাপতি প্রার্থী। অন্যদিকে সাধারণ সম্পাদক ইকবাল আহসান আজাদ লিটনও সভাপতি প্রার্থী। এই দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে গত বুধবার (২৯ নভেম্বর) রাত থেকে উত্তেজনা বিরাজ করছে।
বৃহস্পতিবার দুপুরে ১৪৪ ধারা জারির প্রতিবাদে উপজেলা অফিসে ইউএনওর সামনেই বিক্ষোভ করেন যুবলীগ নেতাকর্মীরা।