মাহমুদুল হাসান
কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের হাওরের কিশোরগঞ্জ-করিমগঞ্জ-চামড়াঘাট-মিঠামইন সড়কের ১৫৬.৭২ মিটার দীর্ঘ হাসানপুর সেতু ও ১.১৭ কিলোমিটার অল ওয়েদার সড়ক এবং ১.৬৫ কিলোমিটার সাব-মার্সিবল সড়ক নির্মাণে মোট ৩৪ কোটি টাকা ব্যয়ে করা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৯ নভেম্বর) দুপুরে এ সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও রাষ্ট্রপতির জ্যেষ্ঠ ছেলে প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক।
এসময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. রাশেদুল আলম, জেলা পরিষদের সদস্য ও মিঠামইন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সমীর কুমার বৈষ্ণব, মিঠামইন সদর ইউনিয়ন (ইউপি) পরিষদের চেয়ারম্যান মো. শরীফ কামাল, গোপদিঘী ইউনিয়ন (ইউপি) পরিষদের চেয়ারম্যান মো. নুরুল হক বাচ্চু প্রমুখ।
আরএম