আওয়ার ইসলাম: আগামী কাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে তাবলিগ জামায়াতের জেলা ইজতেমা। তিন দিনব্যাপী ওই ইজতেমাকে ঘিরে ইতোমধ্যেই প্রস্তুত দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ শহীদ ময়দান।
দেশের সর্ববৃহৎ ওই গোর-এ শহীদ ময়দানের গোটা অংশেই স্থাপন করা হয়েছে বিশাল প্যান্ডেল।
বুধবার থেকেই বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করেছেন মুসল্লিরা। তিন দিনব্যাপী ওই ইজমেতায় ৪ লক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লির সমাগম ঘটবে বলে আশা করছেন আয়োজকরা।
সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ইজতেমা সম্পন্ন করতে প্রশাসনও গ্রহণ করেছে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা।
দিনাজপুর জেলা ইজতেমা আয়োজক কমিটির প্রধান (জিম্মাদার) আলহাজ রায়হানুল আমীন জানিয়েছেন, বৃহস্পতিবার জোহরের নামাজ আদায়ের মাধ্যমেই শুরু হবে ইজতেমার আনুষ্ঠানিকতা।
আগামী শুক্রবার এ ময়দানেই আনুষ্ঠিত হবে জুমার নামাজ। আগামী শনিবার (২ ডিসেম্বর) দুপুর ১২টায় মোনাজাতের মধ্য দিয়েই সম্পন্ন হবে তিন দিনব্যাপী এ ইজমেতার আনুষ্ঠানিকতা।
তিন দিনব্যাপী এ ইজতেমায় পবিত্র কোরআন, হাদিস ও ইসলামের বিভিন্ন দিক নিয়ে বয়ান করবেন দেশের প্রখ্যাত আলেমরা।
ইসরাইলেও হয় তাবলিগের মেহনত, আছে ২৪ মারকাজ