আওয়ার ইসলাম: খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, রোহিঙ্গাদের নাগরিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত না করে মিয়ানমারের গুলির মুখে ঠেলে দেয়া যাবে না।
তিনি বলেন, এখনো আরাকানে রোহিঙ্গাদের উপর সে দেশের উগ্রবাদী বৌদ্ধ ও সেনাবাহিনীর নৃশংসতা অব্যাহত রয়েছে। এ অবস্থায় রোহিঙ্গাদের মিয়ানমারের পাঠান আর গুলির মুখে ঠেলে দেয়া একই কথা।
রোহিঙ্গা সমস্যার কার্যকর সমাধানে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে সাথে নিয়ে মিয়ানমারের উপর কূটনৈতিক চাপ বাড়াতে হবে। রোহিঙ্গাদের নাগরিক অধিকার নিশ্চিতে মিয়ানমারকে বাধ্য করতে হবে।
বুধবার সন্ধ্যা ৬টায় খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আমীরে মজলিস মাওলানা মোহাম্মদ ইসহাকের সভাপতিত্বে ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমীর মাওলানা সৈয়দ মজিবর রহমান, অধ্যাপক মোহাম্মদ খালেকুজ্জামান, যুগ্মমহাসচিব মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন, এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, শেখ গোলাম আসগর, সাংগঠনিক সম্পাদক ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, মাওলানা আহমদ আলী কাসেমী, অধ্যাপক মো: আবদুল জলিল, অধ্যাপক কে এম আলম, মাওলানা তোফাজ্জল হোসনে মিয়াজী প্রমুখ।
বৈঠকে সরকার কর্তৃক নতুন করে বিদ্যুতের মূল্য বৃদ্ধির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে বিদ্যুতের মূল্যবৃদ্ধির গণবিরোধি সিদ্ধান্ত বাতিল করার আহবান জানান হয়।