রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের বিকল্প নেই: তারেক রহমান জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি হলেন শায়খ মাওলানা আবদুর রহীম ইসলামাবাদী কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আগামীকাল মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে চরমোনাই পীরের শোক প্রকাশ জমিয়ত সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী রহ.-এর বর্ণাঢ্য জীবন কওমি সনদকে কার্যকরী করতে ছাত্রদল ভূমিকা রাখবে: নাছির বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা আইফোনে ‘টাইপ টু সিরি’ ফিচার যেভাবে ব্যবহার করবেন  স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক: ধর্ম উপদেষ্টা আল্লাহকে পেতে হলে রাসূলের অনুসরণ অপরিহার্য: কবি রুহুল আমিন খান

মসজিদে আকবর কমপ্লেক্সে হামলা’র নিন্দায় শীর্ষ আলেমরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবরার আবদুল্লাহ
বিশেষ প্রতিবেদক

রাজধানী ঢাকার মসজিদুল আকবর কমপ্লেক্সে গতকাল রাত থেকে শুরু করে এ পর্যন্ত মোট ৩ বার সন্ত্রাসী হয়েছে। এ হামলা এবং মাদরাসা-মসজিদ দখল চেষ্টায় তীব্র উৎকণ্ঠা, ক্ষোভ ও প্রতিক্রিয়া তৈরি হয়েছে দেশের আলেম-উলামা, মাদরাসা শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে।

ইতোমধ্যে এ হামলার প্রতিবাদ জানিয়েছেন দেশের শীর্ষ কয়েকজন আলেম।

ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ ইউনুছ আহমদ বলেছেন, ‘আমরা গণমাধ্যম সূত্রে জেনেছি, একদল লোক মসজিদুল আকবর কমপ্লেক্সে একদল সন্ত্রাসী আক্রমণ করেছে। আমরা এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। যে বা যারা এ হামলা চালিয়েছে আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষী ব্যক্তিদের শাস্তি দাবি জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘মসজিদে ইবাদতের পরিবেশ ও মাদরাসার শিক্ষার পরিবেশ রক্ষা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে প্রশাসনের প্রতি আহবান জানাচ্ছি।’

ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন, ‘যারা এভাবে ক্ষমতায় দখলের অপচেষ্টা করছে আমি তাদের  অপকর্ম পরিহারের আহবান জানাচ্ছি। দেশের অন্যান্য কওমি মাদরাসা যেভাবে পরিচালিত হয় এ প্রতিষ্ঠানও  সেভাবে পরিচালিত হবে। এখানে হস্তক্ষেপ ও জোর দখলের কোনো চেষ্টা হয় তবে সারা দেশের আলেম উলামা সমুচিত উত্তর দিতে বাধ্য হবে।’

তিনি আরও বলেন, ‘মসজিদে আকবর কমপ্লেক্স একটি সুনামধন্য মাদরাসা এবং মুফতি দেলোয়ার একটি পরিচিত মুখ; তার যদি কোনো ক্ষতি হয় এবং মাদরাসার যদি ক্ষতি হয় বাংলাদেশের উলামায়ে কেরাম নিশ্চুপ বসে থাকবে না।’

সাথে সাথে তিনি প্র্রশাসনকে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহবান জানান।

ঘটনার নিন্দা জানিয়েছেন বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকের নির্বাহী কমিটির সদস্য ও টঙ্গী দারুল উলুম মাদরাসার প্রিন্সিপাল  মুফতি মাসউদুল করিম

তিনি বলেছেন, ‘আমি খোঁজ নিয়ে জানতে পেরেছি একদল দুষ্কৃতকারী মসজিদে আকবরে হামলা চালিয়েছে। এ ঘটনায় সারাদেশের আলেম উলামা উৎকণ্ঠায় রয়েছে। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষী ব্যক্তিদের শাস্তি দাবি করছি।’

ঘটনার বিস্তারিত জানতে : মিরপুরে মসজিদুল আকবর কমপ্লেক্স দখলের চেষ্টা, চলছে দফায় দফায় হামলা


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ