আবরার আবদুল্লাহ
বিশেষ প্রতিবেদক
দুপুর ২টা নাগাদ হামলাকারীরা স্থান ত্যাগ করার পর মসজিদুল আকবর কমপ্লেক্সের পরিস্থিতি এখন কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে এসেছে। তবে এলাকার পরিস্থিতি এখনো থমথমে এবং ছাত্র-শিক্ষকরা পুনরায় হামলার আশঙ্কা করছেন।
অন্যদিকে সব বাধাবিপত্তি উপেক্ষা করেই আজকের নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। কমপ্লেক্সের বর্তমান কমিটিই বিপুল ভোটে পুনর্নির্বাচিত হয়েছে।
কমপ্লেক্সের বর্তমান মহাসচিব আলহাজ মুহিব্বুল্লাহ আওয়ার ইসলামকে এ তথ্য জানিয়েছেন।
তিনি ঘটনার বিবরণ দিয়ে বলেন, ‘আজ দুপুর পর্যন্ত তারা কমপ্লেক্স এলাকায় ছিলো। জোহরের নামাজের সময় তারা মাইক কেড়ে নিয়ে উত্তেজামূলক বক্তৃতা দিচ্ছিলো। জোহরের পর তারা মুসল্লিদের বসার অনুরোধ করে। কিন্তু তাদের ডাকে কেউ সাড়া না দেয়ায় তারা গালিগালাজ করে কমপ্লেক্স এলাকা ত্যাগ করে।’
‘মূলত তারা এসেছিলো নির্বাচন বানচাল করতে। তা করতে না পেরেই তারা ফিরে গেছে। তবে নানা হুমকি দিয়ে গেছে। এমনকি আমাকে মেরে ফেলারও হুমকি দিয়েছে।’ বলেন আলহাজ মুহিব্বুল্লাহ।
তবে হামলাকারীরা বড় ধরনের কোনো ভাংচুর বা মাদরাসার ছাত্র-শিক্ষকদের শারীরিকভাবে কোনো লাঞ্ছনা করে নি বলে তিনি জানান।
মিরপুরে মসজিদুল আকবর কমপ্লেক্স দখলের চেষ্টা, হামলা
মসজিদে আকবর কমপ্লেক্সে হামলা’র নিন্দায় শীর্ষ আলেমরা