শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ ।। ৫ বৈশাখ ১৪৩২ ।। ২০ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
হজযাত্রীর জন্য চালু হচ্ছে হজ ম্যানেজমেন্ট সেন্টার, থাকবে অ্যাপ কুয়েট শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নিন- ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ  আইন করে ভারতে মুসলিমদের অধিকার হরণ করা যাবে না: জমিয়ত করাচি-চট্টগ্রাম রুটে নৌযান চলাচলকে স্বাগত জানিয়েছে দুই পক্ষ: পাকিস্তান ২৬ এপ্রিল জমিয়তের কাউন্সিল, প্রাধান্য পেতে পারে তরুণ নেতৃত্ব কওমি সনদ বাস্তবায়ন  করা শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব: ধর্ম উপদেষ্টা কোরআন-সুন্নাহর ভিত্তিতেই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব: জামায়াত সেক্রেটারি গাজায় গণহত্যা ও ভারতে ওয়াকফ বিলের বিরুদ্ধে জমিয়তের বিক্ষোভ ইয়েমেনে মার্কিন হামলায় নিহত অন্তত ৩৮ ভারতীয় মুসলিমরা এখনই না জাগলে অধিকার নয়, পরিচয়ও হারাতে পারে

রোহিঙ্গাদের নিরাপদে ফিরে যাওয়ার পরিস্থিতি এখনও তৈরি হয়নি: জাতিসংঘ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রোহিঙ্গাদের নিরাপদে ফিরে যাওয়ার পরিস্থিতি এখনও তৈরি হয়নি বলে দাবি করেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।

রোহিঙ্গাদের ফিরে যাওয়া নিশ্চিত করতে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সম্মতিপত্র সই হওয়ার পরদিনই এ দাবি করলো সংস্থাটি।

ইউএনএইচসিআরের মুখপাত্র আদ্রিয়ান অ্যাডওয়ার্ড শুক্রবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে বলেন, বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সই হওয়া সম্মতিপত্রে কী আছে- তা এখনও আমরা দেখিনি। শরণার্থীদের অবশ্যই ফিরে যাওয়া অধিকার আছে। তবে প্রত্যাবাসন প্রক্রিয়ায় অবশ্যই আন্তর্জাতিক মান বজায় রাখতে হবে এবং এ বিষয়ে সহযোগিতা করতে আমরা প্রস্তুত।

দীর্ঘমেয়াদী সমাধানের জন্য রোহিঙ্গাদের ফেরার বিষয়টি স্বেচ্ছায় এবং নিরাপদ হওয়া জরুরি বলে বিষয়টিতে জোর দেন তিনি।

গত ২৫ আগস্ট থেকে রাখাইনে সেনাবাহিনীর দমন-পীড়নের মুখে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে ৬ লাখ ২২ হাজারের বেশি রোহিঙ্গা। এছাড়া আগে থেকেই বাংলাদেশে আশ্রয় নিয়ে আছে প্রায় ৪ লাখ রোহিঙ্গা।

বৃহস্পতিবার মিয়ানমারের রাজধানী নেপিদোতে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে একটি সম্মতিপত্র সই হয়েছে। এর মাধ্যমে রোহিঙ্গাদের ফেরার বিষয়টি সমাধান হবে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুই মাসের মধ্যে রোহঙ্গাদের ফেরত পাঠানো শুরু হবে।

তবে ওই সম্মতিপত্রে কী আছে, তা কোনো পক্ষ থেকেই প্রকাশ করা হয়নি। এরইমধ্যে জাতিসংঘ প্রতিক্রিয়া ব্যক্ত করলো।


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ