সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

ব্যক্তিগত প্রোগ্রাম না থাকলে চরমোনাই মাহফিলে যেতাম: আল্লামা বাবুনগরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার সিনিয়র মুহাদ্দিস ও হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরী বলেছেন, অতীতে আমি চরমোনাই মাহফিলে গিয়েছি। এবারও আমার ব্যক্তিগত প্রোগ্রাম না থাকলে যেতাম।

চরমোনাই মাহফিলে আমন্ত্রণ জানানো হলে তিনি আরও বলেন, একাধিক পোগ্রাম থাকার কারণে আমি এবার আপনাদের মাহফিলে যেতে পারছি না! তবে সামনেও সুযোগ হলে ইনশাআল্লাহ যাবো।

গত ১৮ নভেম্বর ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়ামের সদস্য ও বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের মহাসচিব আল্লামা নুরুল হুদা ফয়জী তার সঙ্গে সাক্ষাৎ করে আগামী মাহফিলের আমন্ত্রণ জানালে তিনি অভিব্যক্তি প্রকাশ করেন।

এদিন আল্লামা নুরুল হুদা ফয়েজী উত্তর চট্রগ্রামে অবস্থিত বড় মাদরাসাগুলো এবং উলামায়ে কেরামদের সাথে সাক্ষাত করেন।

এ সময় তার সঙ্গে ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি জননেতা আল্লামা আতিকুল্লাহ বাবুনগরী, সহ-সভাপতি মাওলানা মতিউল্লাহ নূরী, জাতীয় উলামা মাশায়েখ আয়িম্মা পরিষদ চট্রগ্রাম মহানগরের নেতা মাওলানা আমজাদ হোসাইন পাহাড়ী, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি মুহাম্মাদ মোরশেদ কারিমী।

উল্লেখ্য, আগামী ২৬, ২৭ ও ২৮ নভেম্বর চরমোনাইয়ের বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত হবে।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ