সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

রসিকে মেয়র-কাউন্সিলর পদে ৩০৬ জনের মনোনয়নপত্র জমা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আগামী ২১ ডিসেম্বর অনুষ্ঠিতব্য রংপুর সিটি কর্পোরেশনে নির্বাচনে বুধবার শেষদিনে মেয়র পদে ১৩ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৬৭ জন এবং সাধারণ পুরুষ কাউন্সিলর পদে ২২৬ জনসহ মোট ৩০৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সহায়ক কর্মকর্তা আবু সাঈম জানান, বুধবার পর্যন্ত মেয়র পদে আওয়ামী লীগের শরফুদ্দিন আহমেদ ঝন্টু, বিএনপির কাওসার জামান বাবলা ও নাজমুল আলম নাজু, জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা, ইসলামী আন্দোলনের এটিএম গোলাম মোস্তফা, বাসদের আব্দুল কুদ্দুস, স্বতন্ত্র প্রার্থী আসিফ শাহরিয়ার, একেএম আব্দুর রউফ মানিক, সুইটি আনজুম, শাকিল রায়হান, মেহেদী হাসান বনি, বীরপ্রতীক আব্দুল মজিদ, এনপিপির সেলিম আখতার মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এছাড়া, সংরক্ষিত কাউন্সিলর পদে ৬৭ জন মনোনয়ন এবং সাধারণ কাউন্সিলর পদে ২২৬ জন মনোনয়ন নিয়ে জমা দিয়েছেন।

এদিকে, মনোনয়নপত্র উত্তোলন করলেও আওয়ামী লীগ নেতা রাশেক রহমান তা জমা দেননি।ঘোষিত তফশিল অনুযায়ী মনোনয়নপত্র গ্রহণ ও দাখিলের শেষ দিন ২২ নভেম্বর। বাছাই ২৫ ও ২৬ নভেম্বর।

প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৩ ডিসেম্বর।এই নির্বাচনে ভোটার রয়েছে ৩ লাখ ৮৮ হাজার ৪২১ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৯৬ হাজার ৬৫৯ এবং নারী ১ লাখ ৯১ হাজার ৭৬২ জন। ১৯৬টি ভোটকেন্দ্রের ১ হাজার ১৭৭টি কক্ষে ভোটগ্রহণ করা হবে।

রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার সুভাস চন্দ্র সরকার জানান, সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে নির্বাচন কমিশন যাবতীয় পদক্ষেপ গ্রহণ করেছে। আচরণবিধির ব্যপারে কোনো প্রার্থীকে ছাড় দেয়া হবে না।

আরএম


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ