সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

মুফতি আমিনী রহ. জীবন ও কর্ম শীর্ষক সম্মেলনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী ১৩ ডিসেম্বর ২০১৭ মুজাহিদে মিল্লাত আল্লামা মুফতি ফজলুল হক আমিনী রহ. এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা উপলক্ষে লালবাগ কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী যুব খেলাফত কর্তৃক আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠি হয়েছে।

বৈঠকে ২৯ নভেম্বর সকাল ৭ টায় লালবাগ কেন্দ্রীয় কার্যলয়ে মুফতি ফজলুল হক আমিনী রহঃ এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা বাস্তবায়নের লক্ষে ব্যাপকভাবে এক জরুরি বৈঠকের সিদ্ধান্ত হয়। পাশাপাশি ইসলামী যুব খেলাফত বাংলাদেশের সাংগঠনিক কার্যক্রমকে সারাদেশে বেগবান ও গতিশীল করার জন্য কেন্দ্রীয় কাউন্সিল করার প্রস্তাব পেশ করেন নেতৃবৃন্দ।

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যুব খেলাফতের ভূমিকা কি হবে এই বিসয়ে আলোচনা করা হয় বৈঠকে।

এছাড়াও বৈঠকে কুফর একটি দৈনিক পত্রিকায় ইসলামী ঐক্যজোটকে নিয়ে বিভ্রান্তিকর নিউজের ব্যাপারে নিন্দা পেশ করেন নেতৃবৃন্দ। তারা জাতিকে বিভ্রান্ত না হওয়ার জন্যও অনুরোধ করেন।

বৈঠকে দেশের তৌহিদী জনতার আধ্যাত্মিক রাহবর মুফতি আমিনী রহ. কে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের জাতীয় পার্টির এম.পি জিয়াউল হক মৃধার বেয়াদবিমূলক বক্তব্যের তীব্র নিন্দা জানানো হয়।

নেতৃবৃন্দ বলেন, এম.পি জিয়া মুফতি আমিনী রহ. কে নিয়ে এমন মন্তব্য করায় এদেশের তৌহীদী জনতার হৃদয়ে আঘাত লেগেছে। এই বেয়াদবির কারণে তিনি আল্লাহর গজবে নিপতিত হবেন।

সভায় সভাপতিত্ব করেন মুফতি সাখাওয়াত হুসাইন। সঞ্জালনায় ছিলেন মুফতি জুনায়েদ গুলজার।

বক্তব্য রাখেন, মাওলানা মুফতি আবুল খায়ের বিক্রমপুরী, মাওলানা গাজী হেদায়েতুল্লাহ মীর, মুফতি শামছুল আলম, মুফতি মনজুর মুজিব, মুফতি মানছুরুল হক, মাওলানা আল আমিন মামুন, মুফতি শামছুল হক, ক্বারী ওয়াসিক বিল্লাহ্, মুফতি শহিদুল আনওয়ার সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ