আওয়ার ইসলাম: আগামী ১৩ ডিসেম্বর ২০১৭ মুজাহিদে মিল্লাত আল্লামা মুফতি ফজলুল হক আমিনী রহ. এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা উপলক্ষে লালবাগ কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী যুব খেলাফত কর্তৃক আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠি হয়েছে।
বৈঠকে ২৯ নভেম্বর সকাল ৭ টায় লালবাগ কেন্দ্রীয় কার্যলয়ে মুফতি ফজলুল হক আমিনী রহঃ এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা বাস্তবায়নের লক্ষে ব্যাপকভাবে এক জরুরি বৈঠকের সিদ্ধান্ত হয়। পাশাপাশি ইসলামী যুব খেলাফত বাংলাদেশের সাংগঠনিক কার্যক্রমকে সারাদেশে বেগবান ও গতিশীল করার জন্য কেন্দ্রীয় কাউন্সিল করার প্রস্তাব পেশ করেন নেতৃবৃন্দ।
আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যুব খেলাফতের ভূমিকা কি হবে এই বিসয়ে আলোচনা করা হয় বৈঠকে।
এছাড়াও বৈঠকে কুফর একটি দৈনিক পত্রিকায় ইসলামী ঐক্যজোটকে নিয়ে বিভ্রান্তিকর নিউজের ব্যাপারে নিন্দা পেশ করেন নেতৃবৃন্দ। তারা জাতিকে বিভ্রান্ত না হওয়ার জন্যও অনুরোধ করেন।
বৈঠকে দেশের তৌহিদী জনতার আধ্যাত্মিক রাহবর মুফতি আমিনী রহ. কে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের জাতীয় পার্টির এম.পি জিয়াউল হক মৃধার বেয়াদবিমূলক বক্তব্যের তীব্র নিন্দা জানানো হয়।
নেতৃবৃন্দ বলেন, এম.পি জিয়া মুফতি আমিনী রহ. কে নিয়ে এমন মন্তব্য করায় এদেশের তৌহীদী জনতার হৃদয়ে আঘাত লেগেছে। এই বেয়াদবির কারণে তিনি আল্লাহর গজবে নিপতিত হবেন।
সভায় সভাপতিত্ব করেন মুফতি সাখাওয়াত হুসাইন। সঞ্জালনায় ছিলেন মুফতি জুনায়েদ গুলজার।
বক্তব্য রাখেন, মাওলানা মুফতি আবুল খায়ের বিক্রমপুরী, মাওলানা গাজী হেদায়েতুল্লাহ মীর, মুফতি শামছুল আলম, মুফতি মনজুর মুজিব, মুফতি মানছুরুল হক, মাওলানা আল আমিন মামুন, মুফতি শামছুল হক, ক্বারী ওয়াসিক বিল্লাহ্, মুফতি শহিদুল আনওয়ার সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।