সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের নতুন নির্বাচন কমিশন প্রত্যাখ্যান জাতীয় নাগরিক কমিটির

এবার মাদরাসা থেকে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিহার মামদুহ
প্রতিবেদক

নওগাঁ জেলার রানীনগর উপজেলার বেদগাড়ী নুরানী হাফেজিয়া মাদরাসা থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিক্ষার্থীর নাম মো. সিজান (১৭)।

আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

সিজান উপজেলার ঘোষগ্রামের আব্দুর বারিকের ছেলে। উক্ত মাদরাসার হিফজ বিভাগের ছাত্র।

মাদরাসার ছাত্ররা জানায়, প্রতিদিনের মতই ক্লাস শেষে সিজান রাতে বাড়ি চলে যায়। কিন্তু অনেক রাত হলেও সিজান বাড়িতে না যাওয়ায় তার বাড়ির লোকজন মাদরাসায় খুঁজতে আসেন।

খোঁজাখুজির একপর্যায়ে মাদরাসার নতুন একটি ঘরে সিজানের ঝুলন্ত লাশ দেখতে পান তারা। পরে থানায় খবর দেয়া হয়।

রানীনগর থানার ওসি এ এস এম সিদ্দিকুর রহমান জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য মাদরাসার ৪ জন ছাত্রকে থানায় নিয়ে আসা হয়েছে।

ওসি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ নওগাঁ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গতকাল ঢাকার গুলিস্তান আহাদ পুলিশ বক্সের পাশে অবস্থিত একটি হেফজখানা থেকে এক শিক্ষার্থীর গলাকাটা লাশ উদ্ধা করা হয়।

ঢাকায় মাদরাসা থেকে শিক্ষার্থীর গলাকাটা লাশ উদ্ধার


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ