সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

‘নেতা নয়, নীতির পরিবর্তন যুব আন্দোলনকেই বাস্তবায়ন করতে হবে’ 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :    

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, স্বাধীনতা যুদ্ধের একজন অতন্দ্র প্রহরী ছিলেন মাওলানা সৈয়দ ফজলুল করীম মরহুম পীর সাহেব রহ.।

তিনি স্বাধীনতার পরবর্তী ২/৪ জন নেতাদের শাসনামল দেখে আফসোস নিয়ে বলেছিলেন, দেশের মূল পরিবর্তন ও উন্নয়নের স্বপ্ন বাস্তবায়ন করতে হলে ‘শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই’ এটা বাস্তবায়ন করতে হবে। এর জন্য ইসলামী যুব আন্দোলনের কর্মী ভাইয়েরাই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

রোববার ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরের উদ্যোগে ‘মাওলানা সৈয়দ ফজলুল করীম পীর সাহেব চরমোনাই রহ. এর জীবন ও কর্ম : আমাদের শিক্ষা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মাওলানা সৈয়দ মুহাম্মাদ ফজলুল করিম রহ. এর স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, ‘তিনি একজন যুগ সম্পন্ন ধর্মীয় নেতা ছিলেন। ইসলাম দেশ ও মানবতার বিরুদ্ধে সকল অপশক্তির মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। রাজনীতির ময়দানে তিনি একজন সৎ, যোগ্য ও নিষ্ঠাবান নেতা হিসাবে পরিচিত ছিলেন।’

নগরীর হোটেল রয়্যাল ইন্টারন্যাশনালে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য আলহাজ্ব ডাঃ মোখতার হোসাইন, নায়েবে আমীর হাফেজ মাওলানা অধ্যক্ষ আব্দুল আউয়াল, পীর সাহেব চরমোনাই রহ. এর খলিফা অধ্যক্ষ মাওলানা আব্দুল মজিদ, জামিয়া ইসলামীয়া আরাবিয়া দারুল উলুম খুলনার মুহ্তামিম হাফেজ মাওলানা মুফতী মুশতাক আহমেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি অধ্যক্ষ মাওলানা মুজ্জাম্মিল হক, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন, খুলনা দারুল উলুম মাদ্রাসার মাওঃ নাসির উদ্দিন কাসেমী, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা মুহাম্মাদ দ্বীন ইসলাম প্রমুখ।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ