আওয়ার ইসলাম: নরসিংদী জেলার এক মহিয়সী নারী সালেহা বেগম। শনিবার তিনি ৮৭ বছর বয়সে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
ইন্তেকালের আগে পুত্র ও নাতিসহ পরিবারের ২০ জনকে আলেম বানিয়েছেন। যাদের অনেকেই বিভিন্ন মাদরাসা ও মসজিদসহ দাওয়াতি কাজে জরিত রয়েছেন।
সালেহা বেগমের বড় ছেলে মাওলানা কাজী রফিক আহমদ নরসিংদীর বিখ্যাত কওমি মাদরাসা মেরাজুল উলুম বৌয়াকুড় এর প্রতিষ্ঠাতা। তিনি বাংলাদেশ খেলাফত আন্দোলন নরসিংদী জেলা শাখার সভাপতিও ছিলেন। এছাড়াও তিনি নরসিংদী জেলা কাজী সমিতির সভাপতি।
গত শনিবার সকাল ১০ টায় সালেহা বেগম তার নিজ বাড়িতে বাধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ৪ পুত্র, ৩ কন্যা ও নাতি-নাতনিসহ বহুসংখ্যক আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
একই দিন বাদ আছর বৌয়াকুড় মসজিদে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিশের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইসমাইল নুরপুরী, খেলাফত মজলিশ নরসিংদীর সাধারণ সম্পাদক মাওলানা ইলিয়াছ শেরপুরীসহ অনেক আলেমে দীন।
জানাজা নামাজে ইমামতি করেন মরহুমার ছেলে মাওলানা মুকতাদীর আহমদ। তাকে নরসিংদী গাবতলী গোরস্থানে দাফন করা হয়েছে।
-ফাইল ছবি