জাকারিয়া আল হোসাইন
নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর ডিমলা উপজেলার প্রতিবন্ধিরা গত ৫মাস ধরে ভাতার টাকা না পেয়ে চরম কষ্টে আছেন বলে প্রকাশ করেছেন ডিমলা উপজেলা একতা প্রতিবন্ধি কল্যাণ (এপিকেএস) সংস্থার সভাপতি শাররীক প্রতিবন্ধি বাবু নিরঞ্জন দে।
তিনি বলেন, ডিমলা উপজেলায় প্রায় ৮ হাজার শারীরিক, মানসিক, শ্রবণ ও বাকপ্রতিবন্ধি আছে তাদের মধ্যে মাত্র ৭ থেকে ৮ শত জন প্রতিবন্ধি ভাতাভোগী আছেন। আর এদের মধ্যে যারা ভাতা পান তারা কেবল ভাতার উপরই নির্ভশীল।
এ ভাতা প্রদান করা হয় উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের অধীনে সোনালী ব্যাংক শাখার মাধ্যমে। ভাতার টাকা উত্তোলন কালেও দিনের পর দিন জটিলতায় পড়তে হয় অনেককে। তাছাড়া গত ৫মাসের তারা ভাতা না পাওয়ায় চরম কষ্টে আছে, প্রতিবন্ধিরা কষ্টের জীবনে বর্তমান তারা না পারছে ভিক্ষে করতে না পারছে দিন মজুরের কাজ করতে।
এপিকেএস সংস্থার সাধারন সম্পাদক শারিরীক প্রতিবন্ধি মাহিন ইসলাম বলেন, সরকার, সমাজ, রাষ্ট্র, ধর্ম কোথাও কেউ ভিক্ষাবৃত্তি অনুমোদন করেন না। তাহলে কেন প্রতিবন্ধি মানুষের ভাতার অর্থ সময় মত দেয় হয় না। বিষয়টি দেখার কি কেউ নেই?
এ বিষয়ে শীঘ্রই যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের দৃষ্টি আর্কষন করেন তারা। সেই সাথে প্রতিবন্ধিরা তাদের ভাতার টাকার পরিমান বাড়াতেও অনুরোধ জানিয়েছেন।
ডিমলা উপজেলা সমাজসেবা অফিসারের সাথে এ ব্যাপারে কথা বলতে একাধিকবার চেষ্টা করলেও তার নম্বরটি বন্ধ থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।