সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

চট্টগ্রামে ৭০ টন বিষাক্ত শুঁটকি ধ্বংস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহা. আসহাব উদ্দিন
চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামে ৭০ টন বিষাক্ত শুঁটকি ধ্বংস করেছেন র‌্যাবের  ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার মহানগরীর বাকলিয়া থানার শাহ আমানত ব্রিজ এলাকায় অবৈধভাবে পরিচালিত এবং পরিবেশ ও মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাছ ও মুরগির খাবার হিসেবে তৈরি এসব শুঁটকি ধ্বংস করা হয়।

সেইসঙ্গে এসব শুঁটকি মজুদ করার দায়ে আবদুল আলিম ওরফে আলম মাঝি নামে একজনকে এক মাসের কারাদণ্ডাদেশও দেন আদালত।র‌্যাবের-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মিমতানুর রহমান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ আলীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

মুরাদ আলী জানান, পরিবেশ দূষণ করে বিভিন্ন সামদ্রিক মাছের উচ্ছিষ্টাংশ দিয়ে নোংরা পরিবেশে অবৈধভাবে মাছ ও মুরগির খাবার তৈরি করে তা বাজারজাত করা হচ্ছিল। এলাকার পরিবেশ দূষণ করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এসব মালামাল জব্দ ও ধ্বংস করা হয়। পাশাপাশি দণ্ডপ্রাপ্ত আসামি আলম মাঝিকে চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পরিবেশ দূষণ করে বিভিন্ন সামদ্রিক মাছের উচ্ছিষ্টাংশ দিয়ে নোংরা পরিবেশে অবৈধভাবে মাছ ও মুরগির খাবার তৈরি করে তা বাজারজাত করা হচ্ছিল।

এলাকার পরিবেশ দূষণ করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এসব মালামাল জব্দ ও ধ্বংস করা হয়। পাশাপাশি দণ্ডপ্রাপ্ত আসামি আলম মাঝিকে চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়।

আরএম


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ