মুহা. আসহাব উদ্দিন
চট্টগ্রাম প্রতিনিধি
টংকাবতী খাল, বান্দরবানের পাহাড়ে উৎপত্তি হয়ে চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার বুক-ছিড়ে ডলু নদীতে মিলিত হয়। টংকাবতি দীর্ঘ এ পথ চলায় বিলীন হয় বহু ঘর-বাড়ি। বিশেষ করে চরম্বা ইউনিয়নের রাজঘাটা গ্রাম।
ইতিমধ্যে এই গ্রামে প্রায় ৫০ টি ঘর-বাড়ি ও ২টি রাস্তা খালে বিলীন হয়ে যায়, কিন্তু এখনো পর্যন্ত এ ভাঙ্গন রোধ করার কোন পরিকল্পনা প্রশাসন গ্রহণ করেনি।
স্থানীয় বাসিন্দা মুহা. সিরাজুল ইসলামের সাথে কথা বলে জানা যায়, নির্বাচন আসলে সবাই ভাঙ্গন রোধের ব্যবস্থা নিবে বলে মিথ্যা আশ্বাস দেন। আর নির্বাচন চলে গেলে কারো আর দেখা মিলেনা।
ইতিমধ্যে স্থানীয় সাংসদ ড. আবু রেজা মুহা. নিজামুদ্দিনের দৃষ্টি আকর্ষণ করা হলেও কার্যকর কোন ব্যবস্থা চোখে পড়েনি।
স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে কথা বলে জানা যায়, ভাঙ্গন রোধ করতে বৃহৎ বাজেটের প্রয়োজন। তাই তারা কোন কিছু করতে পারছেন না।
এলাকার বাসিন্দারা বলেন, তারা নেতাদের কথায় আর ভরসা রাখতে পারছেন না। খালের ভাঙ্গন রোধে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন।
আরএম