আওয়ার ইসলাম: ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া উপজেলায় শিয়ালের কামড়ে ২৭ জন আহত হয়েছেন বলে জানা গেছে। ময়মনসিংহ এসকে হাসপাতালে আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।
বুধবার (১৫ নভেম্বর) রাতে উপজেলার দেওখোলা ইউনিয়নের কাতলাসেন গ্রামে এ ঘটনা ঘটে।
ময়মনসিংহ জেলা সিভিল সার্জন একেএম আব্দুর রব বলেন, বর্তমানে এলাকায় অনেক শিয়াল বিচরণ করছে। এ ভয়ে কেউ ঘর থেকে বের হচ্ছেন না। আহতদের সংখ্যা আরও বাড়তে পারে।
স্থানীয়রা জানান, বুধবার রাতে উপজেলার কাতলাসেন এলাকায় একটি পাগলা শিয়াল গ্রামে প্রবেশ করে রাস্তা ও আশপাশের বাড়িতে ঢুকে অন্তত অর্ধশত মানুষকে আক্রমণ করে। এসময় ওই শিয়াল গ্রামের নারী পুরুষদের কামড় ও শরীরের বিভিন্ন স্থানে আচড় কাটে।
এদিকে শিয়ালের আক্রমণের খবর এলাকায় স্থানীয়ভাবে মাইক দিয়ে প্রচার করা হচ্ছে। গ্রামের সাধারণ মানুষকে ঘর থেকে বের হতে সতর্ক করা হয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে সর্বত্র।
ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কবিরুল ইসলাম শিয়ালের কামড়ে আহত হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি এলাকায় পুলিশও পাঠিয়েছেন বলে জানান।