রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের বিকল্প নেই: তারেক রহমান জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি হলেন শায়খ মাওলানা আবদুর রহীম ইসলামাবাদী কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আগামীকাল মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে চরমোনাই পীরের শোক প্রকাশ জমিয়ত সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী রহ.-এর বর্ণাঢ্য জীবন কওমি সনদকে কার্যকরী করতে ছাত্রদল ভূমিকা রাখবে: নাছির বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা আইফোনে ‘টাইপ টু সিরি’ ফিচার যেভাবে ব্যবহার করবেন  স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক: ধর্ম উপদেষ্টা আল্লাহকে পেতে হলে রাসূলের অনুসরণ অপরিহার্য: কবি রুহুল আমিন খান

কার্ড ঘষলেই পরিশোধ হবে বাস ভাড়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বের অন্যান্য দেশের মত রাজধানী ঢাকাতেও শুরু হয়েছে উন্নত যাত্রীসেবা। যারা বাসে নিয়মিত যাতায়াত করেন তারাই এই সেবা গ্রহণের সুযোগ পাবেন। যার নাম দেয়া হয়েছে ‘র‌্যাপিড পাস’।

বাসে উঠে পকেট হাতড়ানো বা টাকা না থাকলে আর আশঙ্কায় থাকতে হবে না। কারণ এই র‌্যাপিড পাস ঘষলেই টাকা কেটে রাখা হবে।

রাজধানীর মতিঝিল-আবদুল্লাহপুর রুটের শীতাতপ নিয়ন্ত্রিত বিআরটিসি ও ওমামা ইন্টারন্যাশনালের বাসে এই সেবা চালু হয়েছে। চলতি বছরের ১৭ মে থেকে নতুন এই সেবা কার্যক্রম শুরু হয়। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) কার্ডটি তৈরি করেছে।

কার্ড মেশিনে স্পর্শ করলেই ভাড়া পরিশোধ হয়ে যাবে। সময়মতো কার্ড রিচার্জ করারও ব্যবস্থা রয়েছে। কার্ডে টাকা না থাকলেও একবার ভ্রমণের সুযোগ পাওয়া যাবে। রিচার্জের পর বকেয়া টাকা স্বয়ংক্রিয়ভাবে কেটে নেয়া হবে।

বর্তমানে এটি শুধু বিআরটিসি বাসে এই সেবা চলছে। দ্রুত সময়ের মধ্যে ট্রেনসহ সরকারি-বেসরকারি পরিবহনে এই সেবা চালুর কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, এখন পর্যন্ত প্রায় এক হাজার যাত্রী কার্ডে ভাড়া পরিশোধ করেন। দিন দিন এই পদ্ধতির জনপ্রিয়তা বাড়ছে। অনেকেই কার্ড ব্যবহারে আগ্রহ দেখাচ্ছেন। বিশেষ করে যারা নিয়মিত বাসে যাতায়াত করেন এ রকম যাত্রীদের মধ্যে আগ্রহ বেশি দেখা যাচ্ছে। তাই সেবা সম্প্রসারণের কথা চিন্তা করা হচ্ছে।

এদিকে পরিবহন মালিক ও যানবাহন বিশেষজ্ঞরাও বিষয়টিকে স্বাগত জানিয়েছেন। তারা বলছেন, গোটা পরিবহন সেক্টরকে একটি কাঠামোতে এনে এ রকম সেবা নিশ্চিত করা গেলে সবাই উপকৃত হবেন। পাশাপাশি পরিবহন সেবার মানও বাড়বে।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ