সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

’আলেম-ওলামার সান্নিধ্যে এলে ঈমান বৃদ্ধি পায়’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আলেম-ওলামা ও পীর-মাশায়েখদের সান্নিধ্যে এলে সাধারণ মুসলমানদের ঈমান বৃদ্ধি পায় বলে জানিয়েছেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (আইএইউ) ভিসি প্রফেসর ড. আহসান সাইয়্যেদ।

তিনি বলেন, ঈমানের বাড়া ও কমা পবিত্র কুরআন ও হাদিস দ্বারা স্বীকৃত। আলেমদের কাছে এলে ঈমানের বৃদ্ধি হয়। পাশাপাশি ইহকালীন শান্তি আর পরকালীন মুক্তির রসদ খুঁজে পাওয়া।

গত সোমবার রাতে লোহাগাড়ার চুনতীর ১৯ দিনব্যাপী সিরাতুন্নবী সা. মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

চুনতী মাদরাসার মুহাদ্দিস মাওলানা ফারুক হোসাইনের পরিচালনায় ও মাওলানা কাজী নাছির উদ্দিনের সভাপতিত্বে মাহফিলে বিশেষ মেহমান ছিলেন, বনফুল অ্যান্ড কোংয়েরএমডি আব্দুস শাকুর।

আলোচনা করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, মাওলানা আব্দুস সোবহান, মাওলানা জিয়াউল করিম ও মাওলানা বদরুদ্দিন সা’দি।

মাহফিলে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা হাফিজুল হক নিজামী, অধ্যক্ষ দীন মুহাম্মদ মানিক, মাওলানা মমতাজুর রহমান, অধ্যক্ষ আবুল হাসনাত আলী, অধ্যক্ষ মোশাররফ হোসাইন, মিয়া মোহাম্মদ গোলাম কবীর, চুনতী মাদরাসা গভর্নিং বডির সভাপতি ইসমাঈল মানিক, মাওলানা মুজহির হোসাইন প্রমুখ।

মাহফিলে ব্যাংকার মুহাম্মদ ইসহাক লিখিত শাহ সাহেবের (রহ:) জীবনী গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।

খতমে কুরআন ও খতমে বোখারি আদায় শেষে মুনাজাত করেন হাফেজ মাওলানা শাহ আলম।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ