আওয়ার ইসলাম : কুষ্টিয়ার মিরপুর উপজেলায় জেএসসি পরীক্ষাকেন্দ্রে জোরপূর্বক ঢোকার চেষ্টাসহ হট্টগোল সৃষ্টির অপরাধে এক আওয়ামী লীগনেতাকে ১০ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মিরপুর থানার ওসি রবিউল ইসলাম জানান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আলম বিশ্বাসকে বৃহস্পতিবার সকালে এই দণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রুহুলকে দণ্ডাদেশ দেওয়া হয়। রুহুল আলম মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, আজ মিরপুর উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয়ের জেএসসি কেন্দ্রে দুজন সহযোগীকে নিয়ে জোর করে প্রবেশের চেষ্টা করেন রুহুল আলম।
এ সময় বাধা দিলে পুলিশকে শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা করেন তিনি। পরে পুলিশ তাঁকে আটক করে। ওই সময় বাকি দুজন পালিয়ে যায়।
ওসি আরো জানান, আটকের পর পাবলিক পরীক্ষা আইন-১৯৮০ অনুযায়ী, পরীক্ষার হলে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে আটক রুহুলকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম জামাল।
রুহুল আলম “পাবলিক পরীক্ষাসমূহ আইন ১৯৮০” লঙ্ঘন করেছেন জানিয়ে মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্র্যাম্যমাণ আদালতের বিচারক এসএম জামাল আহমেদ বলেন, আইনভঙ্গের অপরাধে তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সাজা দিয়ে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আরএম