রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের নতুন নির্বাচন কমিশন প্রত্যাখ্যান জাতীয় নাগরিক কমিটির

ডাকাত ধরতে গিয়ে গুলিতে প্রাণ হারালেন ৩ ব্যক্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দৌড়ে ডাকাত ধরতে গিয়ে গুলিতে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। বুধবার রাতে ফরিদপুরের চরভদ্রাসন ও সদরপুর উপজেলায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন চরভদ্রাসনের মো. সাজ্জাদ মৃধা ও সেন্টু মৃধা এবং সদরপুরের মালেক খান।

চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রামপ্রসাদ ভক্ত জানান, রাত দুইটার দিকে কয়েকজন ডাকাত উপজেলার মৃধাডাঙ্গী এলাকায় আনাস ফকিরের বিয়ে বাড়িতে ডাকাতি করে মালামাল লুট করে। বাড়ির লোকজন ডাকাতির খবর মাইকে প্রচার করলে গ্রামবাসী ডাকাতদের ধাওয়া করে। ডাকাতরা স্পিড বোটযোগে পালানোর সময় গ্রামবাসীর উপর গুলি চালালে চারজন গুলিবিদ্ধ হন।

আহতদের ফরিদপুরে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মো. সাজ্জাদ মৃধা (৩০) ও সেন্টু মৃধা (২৮) মারা যায়। নিহতরা চাচাতো ভাই। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আলামিন ফকিরকে ঢাকায় পাঠানো হয়েছে।

বাড়ির গৃহকর্তা সামছুল ফকির জানান, তার ছেলের বিয়ের দিন ধার্য ছিল আজ বৃহস্পতিবার। রাতে বাড়ির সবাইকে জিম্মি করে ডাকাতরা ৪৫ ভরি স্বর্ণালংকার ডাকাতি করে নিয়ে যায়।

অন্যদিকে ফরিদপুরের সদরপুর থানার ওসি হারুন-অর রশিদ জানায়, রাতে ঢেউখালি ইউনিয়নের মুন্সিরচর এলাকায় সুলতান খা’র বাড়িতে ডাকাতরা হানা দেয়। এ সময় বাড়ির লোকজন তাদের প্রতিরোধ করতে গেলে ডাকাতের গুলিতে মালেক খাঁ (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়।

মরদেহ তিনটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ