হামিম আরিফ: ঢাকার চৌধুরীপাড়ার জনূরুদ্দীন দারুল কুরআন মাদরাসার প্রিন্সিপাল বিশিষ্ট আলেমে দীন মাওলানা মুহাম্মদ আবূ মূসা আজ কিশোরগঞ্জের বাজিতপুর থানার মাইজচর গ্রামের মাহফিলে বয়ান পেশ করবেন।
বাজিতপুর মাইজচর যুব সমাজের উদ্যোগে এটি দ্বিতীয় বার্ষিক মাহফিল। গত বছর থেকে সেখানকার ধর্মপ্রাণ যুব সমাজের উদ্যোগে এ মাহফিল অনুষ্ঠিত হয়ে আসছে।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খ্যতিমান আলোচক মাওলানা আবূ মূসা। এছাড়াও নয়াটোলা কামিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল আলহাজ মাওলানা সাব্বির আহমদসহ আরও বেশ কয়েকজন বক্তব্য পেশ করবেন মাহফিলে।
মাওলানা মুহাম্মদ আবূ মূসার সঙ্গে মোবাইলে যোগাযোগ করলে আওয়ার ইসলামকে জানান, মাহফিলের বয়ানের বিষয় রেখেছি, কিভাবে মানুষ আল্লাহর প্রিয় হতে পারে সে বিষয়ে দিক নির্দেশনা তুলে ধরা।
মানুষের কাছে সবচেয়ে আপন ও প্রিয় হলেন আল্লাহর তায়ালা। কিন্তু আজ মানুষ সেটা ভুলেই বসেছে। এ কারণে আমার আলোচনার বিষয়বস্তু থাকবে মানুষ কিভাবে আল্লাহর প্রিয় হত পারে। তাদের ঈমান ও আমল কিভাবে ঠিক করতে পারে।