রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের নতুন নির্বাচন কমিশন প্রত্যাখ্যান জাতীয় নাগরিক কমিটির

ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুছিয়ার ছাত্র খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইউনুছিয়ার (বড় মাদরাসা) ছাত্র হৃদয় (২৫) কে খুন করেছে দৃর্বৃত্তরা।

রবিবার (৫ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে জেলা শহরের পূর্ব মেড্ডা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত হৃদয় একই এলাকার ইউনূস মিয়ার ছেলে। তিনি গত বছর জেলা সদরের কান্দিপাড়াস্থ জামিয়া ইসলামিয়া ইউনুছিয়ায় গতবছর কিতাব বিভাগে পড়তেন।

এ ঘটনায় রাহাত (১৮) ও জুনায়েদ (১৮) নামে অপর দুই যুবকসহ মোট তিনজন আহত হয়েছেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, সন্ধ্যায় পূর্বমেড্ডা এলাকার মাজেদ আলীর ছেলে ছিব্বাতুল্লার নেতৃত্বে কয়েকজন যুবক হৃদয়কে বাড়ি থেকে স্কুল-মসজিদের সামনে ডেকে আনে। পরে কথা কাটাকাটির এক পর্যায়ে ছিব্বাতুল্লা ধারালো ছুরি দিয়ে হৃদয়ের বুকে আঘাত করে। এসময় রাহাত ও জুনায়েদসহ আরো কয়েকজন এগিয়ে এসে হৃদয়কে বাঁচানোর চেষ্টা করলে তাদেরকেও ছুরিকাঘাত করা হয়।

তবে কী কারণে তাদেরকে ছুরিকাঘাত করা হয়েছে সেটি স্পষ্ট জানা যায়নি। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষণা করেন।

জেলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ফাইজুর রহমান ফয়েজ জানান, হৃদয়ের বুকে দুটি ছুরিকাঘাত করা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের জন্যই তার মৃত্যু হয়েছে। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

এ ব্যাপারে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রেজাউল কবির সাংবাদিকদের বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের জন্য পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ