রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের নতুন নির্বাচন কমিশন প্রত্যাখ্যান জাতীয় নাগরিক কমিটির

হাতিয়ায় ইসলাম নিয়ে কটূক্তি করায় শিক্ষক আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ইসলাম নিয়ে কটূক্তি করার অভিযোগে দেবব্রত দাস নামে এক শিক্ষককে আটক করা হয়েছে। নোয়াখালীর হাতিয়া পৌরসভা থেকে তাকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে হাতিয়া উপজেলা পরিষদের সামনে থেকে তাকে আটক করা হয়।

বুধবার সকালে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে তথ্য প্রযুক্তি আইনে একটি মামলা দায়ের করে।

আটক দেবব্রত দাস হাতিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের সুবল দাসের ছেলে। সে স্থানীয় চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের কাব্যতীর্থ (হিন্দু ধর্ম) বিষয়ের সহকারী শিক্ষক।

পুলিশ জানায়, দেবব্রত দাস তার নিজের ফেসবুক আইডিতে গত ১৫ ও ২৮ অক্টোবর দুই দফা ইসলাম ধর্ম এবং ইসলাম ধর্মে নারী অধিকার নিয়ে কটুক্তিপূর্ণ উক্তি পোস্ট করেন।

বিষয়টি স্থানীয়দের নজরে আসলে তারা এ ঘটনার প্রতিবাদ করে।

এর আগে ৩১ অক্টোবর দুপুরে স্থানীয় চৌমুহনী বাজারে শিক্ষক দেবব্রত দাসকে দ্রুত আটক ও ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন করে এলাকাবাসী।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান শিকদার জানান, ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করায় আটক শিক্ষকের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ