রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের নতুন নির্বাচন কমিশন প্রত্যাখ্যান জাতীয় নাগরিক কমিটির

স্ত্রীর দাম্পত্য ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে যৌতুক দাবি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : নওগাঁর মান্দায় যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীর সাথে কাটানো অন্তরঙ্গ মূর্হূতের ভিডিও ক্লিপ ফাঁস করেছেন এক স্বামী। পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে স্ত্রীর করা মামলায় স্বামী আলী আহসান মুজাহিদকে (৩০) গ্রেফতার পর জেলহাজতে পাঠিয়েছেন আদালত।

মুজাহিদের স্ত্রী গত ২৫ অক্টোবর নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন আদালতে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। মামলায় স্বামী মুজাহিদ ও তাঁর দুই বন্ধুকে আসামি করা হয়েছে। এঁরা হলেন- উপজেলার খুদিয়াডাঙ্গা প্রামানিকপাড়ার নবাব আলী ও নুরুল্লাবাদ গ্রামের মিজানুর রহমান।

পুলিশ জানায়, ৩০ অক্টোবর সোমবার রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামী মুজাহিদকে গ্রেফতার করা হয়।

মামলার এজাহারে বলা হয়, গত বছরের ৩০ নভেম্বর বিয়ের পর থেকে বিভিন্ন সময়ে দাম্পত্য জীবনের অন্তরঙ্গ মূর্হূতের দৃশ্য গোপনে ধারণ করে রেখছিল মুজাহিদ। কিন্তু সম্প্রতি যৌতুকের দাবিতে তার ওপর নির্যাতন শুরু করেন তার স্বামী।

তবে তার পরিবার যৌতুক দিতে রাজি না হওয়ায় দাম্পত্য জীবনের অন্তরঙ্গ ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে যৌতুক আদায়ের চেষ্টা করে সে। কিন্তু যৌতুকের টাকা না পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েকটি ভিডিও ছড়িয়ে দেয় মুজাহিদ। ভিডিও ছড়ানোর ওই কাজে মুজাহিদকে সহায়তা করে তার দুই বন্ধু নবাব আলী ও মিজানুর রহমান।

আরএম


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ