রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের নতুন নির্বাচন কমিশন প্রত্যাখ্যান জাতীয় নাগরিক কমিটির

মোবাইল চুরির সন্দেহে কিশোরীকে পুড়িয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চুরির অপবাদে এবার পুড়িয়ে মারার ঘটনা ঘটল নরসিংদীতে। শুক্রবার রাতে জেলার শিবপুরে আজিজা বেগম (১২) নামের কিশোরীকে হাত বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে হত্যা করা হয়েছে।

আজিজা শিবপুরের খইনকুট গ্রামের বাসিন্দা। খইনকুট গ্রামের আবদুস ছাত্তার মিয়ার মেয়ে।

বাবা আবদুস সাত্তার অভিযোগ করে বলেন, কিছু দিন আগে চাচি বিউটির একটি মোবাইল খোয়া যায়। তিনি সন্দেহ করেন মোবাইলটি আজিজা চুরি করেছে। এরপর শুক্রবার রাতে হঠাৎ আজিজাকে মারধর করে ও কয়েকজন মিলে মেয়ের হাত বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন দেয়।

তিনি দাবি করেন, আমার মেয়েকে শুধু নির্যাতন নয়, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

ঢামেক বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগ সূত্র জানায়, আগুনে আজিজার শরীরের ৯৬ শতাংশ পুড়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় তার মৃত্যু হয়েছে।

শিবপুর থানার ওসি সৈয়দ-উদ-জামান জানান, দগ্ধ কিশোরীকে রাতেই ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর রাতে তার মৃত্যু হয়।

এ বিষয়ে নিহতের পরিবার মৌখিক অভিযোগ করেছে। তবে এখনও মামলা হয়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ