রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের নতুন নির্বাচন কমিশন প্রত্যাখ্যান জাতীয় নাগরিক কমিটির

ময়মনসিংহে বিএনপির দুই উপজেলা চেয়ারম্যান বরখাস্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

উবায়দুল্লাহ সাআদ: ময়মনসিংহের ফুলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল বাসার আকন্দ ও তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব জুলিয়া মঈন স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে তাদেরকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

প্রজ্ঞাপনের চিঠি দুই উপজেলা চেয়ারম্যানের হস্তগত হয়েছে বলে উভয়ই নিশ্চিত করেছেন।

বরখাস্তকৃত তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ফুলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল বাসার আকন্দ একই কমিটির যুগ্ম-আহবায়ক।

প্রজ্ঞাপনে নাম উল্লেখ করে বলা হয়, ২০১৫ সালের ২ ফেব্রুয়ারি ফুলপুর থানার বটতলা নামক স্থানে তাদের নেতৃত্বে শ্যামলী বাংলা নামক যাত্রীবাহী বাসে পেট্রল বোমা নিক্ষেপ, অগ্নিসংযোগ ও ভাঙচুর করার মতো গুরুতর প্রকৃতির অভিযোগ রয়েছে।

স্বপদে বহাল থাকলে স্থানীয়ভাবে মামলার সাক্ষীদের ভয়ভীতি প্রদর্শনসহ মামলার কার্যক্রমে প্রভাব বিস্তার করতে পারেন। উপজেলা পরিষদ আইন ১৯৯৮ সংশোধীত ২০১১ এর ১৩ খ (১) ধারায় তাদেরকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল হক জানান, তাদের বিরুদ্ধে ২০১৫ সালের ২ ফেব্রুয়ারি ফুলপুর থানাধীন বটতলা নামক স্থানে তাদের নেতৃত্বে শ্যামলী বাংলা নামক যাত্রীবাহী বাসে পেট্রল বোমা নিক্ষেপ, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় ১০ ফেব্রুয়ারি তারাকান্দা থানার এসআই জালাল উদ্দিন ১৯০৮ সালের বিস্ফোরকদ্রব্য আইনে মামলাটি করেন।

পুলিশ তদন্ত শেষে ২০১৫ সালের ৩০ মে আদালতে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। আদালত ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫ (৩) ধারায় অভিযোগপত্রটি গ্রহণ করেছেন।

ফুলপুর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল বাসার আকন্দ ও তারাকান্দা উপজেলা চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার বরখাস্তের প্রজ্ঞাপন জারির সত্যতা নিশ্চিত করে বলেন, তারা দু’জনই রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন।

বর্তমান সরকার বিএনপিপন্থী কোনো জনপ্রতিনিধিকে স্বপদে বহাল থাকতে দিচ্ছেন না। তারা প্রজ্ঞাপনের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিবেন বলেও জানান।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ