এম ওমর ফারুক আজাদ
চট্টগ্রাম প্রতিনিধি
চট্টলার বিখ্যাত দ্বীনি বিদ্যাপিঠ, জামিয়া দারুল মা'রিফ আল ইসলামিয়ার সহকারী পরিচালক, জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক আল্লামা ড. জসিম উদ্দিন নদভীকে সংবর্ধনা দিযেছে ইশা ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর।
সম্প্রতি তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া থেকে (Technique & Media of islamic D'awah 20th Century) ‘বিংশ শতাব্দীতে বিশ্ব ব্যাপী ইসলামী দাওয়াতের কৌশল ও মাধ্যম’ বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করায় এ সংবর্ধনা দেয়া হয়।
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের সভাপতি মুহা.নিজাম উদ্দিন ও সাধারণ সম্পাদক মুহা. নুরুল বশর আজিজির সমন্বয়ে প্রতিনিধি টিম ২৬ অক্টোবর তাকে জামিয়া দারুল মা'রিফের সুদর্শন লাইব্রেরি হলে এ সংবর্ধনা প্রদান করে ।
সংবর্ধনা শেষে তার সাথে কওমি শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা অর্জন, সৃষ্ট রোহিঙ্গা সমস্যার কল্যাণকর সামাধান, ইসলামী সাহিত্যে ওলামায়ে কেরামের দক্ষতার স্বাক্ষর ও ইসলামী আন্দোলনে তার এক্টিভিটি ও ভবিষ্যত কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন নগর নেতৃবৃন্দ।
সংবর্ধনা টিমে ছিলেন নগর ছাত্র আন্দোলনের সাবেক দুই সফল সভাপতি লেখক ও গবেষক মুজাহিদ সগির আহমেদ চৌধুরী ও ইঞ্জিনিয়ার মুস্তাক আহমেদ।
আরো উপস্থিত ছিলেন নগর ছাত্র আন্দোলনের প্রচার সম্পাদক তাজুল ইসলাম টিপু, ছাত্র কল্যান সম্পাদক আব্দুর রহিম, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুহা.নাজিম উদ্দিন, চিটাগাং পলিটেকনিক ইন্সটিটিউট এর সহ-সভাপতি মহসিন আকরাম, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ এর আহবায়ক আব্দুল্লাহ বীন আব্দুল করীম, চান্দগাও থানা সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান ও আবুল হাসান আলী নদভী শাখার সভাপতি মুহাম্মদ ওমর ফারুক।
উল্লেখ্য, গত ১৬ আগস্ট-১৭ রবিবার বিশ্ববিদ্যালয়ের ১১১ তম একাডেমিক কাউন্সিল এবং ২২ আগস্ট-১৭ মঙ্গলবার ২৩৬ তম সিন্ডিকেট সভায় পিএইচডি ডিগ্রী প্রধানের অনুমোদন হয়।
ভাষা ও সাহিত্যের জমিদার মাওলানা মুহিউদ্দীন খান