আওয়ার ইসলাম: বৃহত্তর নোয়াখালী জেলার মজলিসে দাওয়াতুল হকের উদ্যোগে মিরওয়ারিসপুর হোসাইনিয়া মাদরাসায় শুরু হয়েছে দিনব্যাপী ইজতেমা।
২৫ অক্টোবর বুধবার সকালে শুরু হয় ইজতেমা। ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে চলবে রাত পর্যন্ত।
ইজতেমায় উপস্থিত আছেন মজলিসে দাওয়াতুল হকের আমির ও জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ীর মুহতামিম মহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান এবং মারকাজুশ শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্স সেন্টারের পরিচালক মুফতি মিযানুর রহমান সাঈদ।
এছাড়াও নোয়াখালীর আলেম উলামাগণ ইজতেমায় উপস্থিত রয়েছেন।
দিনব্যাপী এ ইজতেমায় মাদরাসার ছাত্র শিক্ষকের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নিয়ে থাকে। এবারও তার ব্যতিক্রম হয়নি।
ইজতেমায় আজান, নামাজ ও ইসলামের মৌলিক বিষয়াবলী নিয়ে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন মেহমানগণ। দিনশেষে বাদ ইশা মহিউস সুন্নাহ আল্লামা মাহমদুল হাসানের বিশেষ মুনাজাতের মাধ্যমে শেষ হবে ইজতেমা।
ছবি বিষয়ে দেওবন্দের ফতোয়াটি সময়োপযোগী: আল্লামা মাহমুদুল হাসান