আওয়ার ইসলাম: পিরোজপুরের ছারছীনা দরবার শরীফে শিক্ষকদের আবাসিক এলাকার এক কোয়ার্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারা করা হচ্ছে।
আগুন ধরে যাওয়া ওই কোয়ার্টারে ছারছীনা দারুসুন্নাত অলিয়া মাদরাসার আরবী প্রভাষক মাওলানা সিরাজুম মুনীর থাকতেন।
শনিবার রাতে সংগঠিত অগ্নিকাণ্ডে ঘরের ভেতরের থাকা সব মালামাল ভস্মিভুত হয়েছে বলে জানিয়েছে হল কর্তৃপক্ষ।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, রাত সাড়ে ৯ টার সময় হঠাৎ একটা বিষ্ফোরনের শব্দ পাওয়া যায়। এর পরই ঘরের ভেতরে আগুন জ্বলতে দেখে চিৎকার দিলে মাদরাসার অফিসে বেল বাজিয়ে, মাইকে আগুনের খবর দিলে মাদরাসার ছাত্ররা ছুটে গিয়ে আগুন নেভাতে শুরু করে।
খবর পেয়ে ফায়ার সর্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে ছুটে গিয়ে এক ঘন্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়। এরই মধ্যে ঘরের মধ্যে থাকা সব মালামাল ভস্মিভুত হয়ে যায়।
বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুনের সুত্রাপাত বলে ধারনা করা হচ্ছে।
ছারছীনা দারুসুন্নাত অলিয়া মাদরাসার অধ্যক্ষ ড. সৈয়দ শরাফত আলী জানান, আল্লাহর অশেষ মেহেরবানীতে ঘটনাটি সময়মত টের পাওয়ায় বড় ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়া গেছে।