আওয়ার ইসলাম: গত ১৫ অক্টোবর রাজধানীর মান্ডা খালে নিখোঁজ হওয়া হৃদয় নামের এক শিশুকে শনিবার মৃত অবস্থায় উদ্ধার হয়েছেন। দীর্ঘ ৬ দিন চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করেন।
১৫ অক্টোবর রোববার বিকেল ৫টার দিকে খেলতে গিয়ে ওই খালে পড়ে যায় হৃদয়। কিন্তু খালটিতে প্রচুর পরিমাণে ময়লা আবর্জনা থাকায় উদ্ধার কাজ দ্রুত গতিতে করা সম্ভব হয়নি।
মুগদা থানার মদিনাবাগের জিরানী খালের পাশে টিনশেড বাড়ির একটি ঘরে ভাড়া থাকেন নিখোঁজ হৃদয়ের পরিবার।
মা রোজি ও দিনমজুর বাবা কামালসহ তার দুই বোন সাথি (৯) ও তামান্না (১) একসঙ্গেই বসবাস করতেন।
হৃদয়ের মা রোজি জানান, তাদের গ্রামের বাড়ি বগুড়ার গাবতলী এলাকায়। তবে ছোট বেলা থেকেই তিনি এই মুগদা মদিনাবাগ এলাকায় বসবাস করে আসছেন।
গত তিন মাস ধরে খালের পাশে এই বাড়ির একটি ঘর ১ হাজার ৮শ’ টাকায় ভাড়া নিয়ে থাকছেন।